চলতি সপ্তাহে টিআরপি তালিকায় স্টার জলসাকে একমাত্র বাঁচাতে পারল শুভ বিবাহ। সোনামণি সাহা ও হানি বাফনার মেগা শুরু হয়েছে মাত্র সপ্তাহখানেক আগেই। এবার এই সিরিয়াল রয়েছে চার নম্বরে। স্টার জলসার একমাত্র মেগা যেটা সেরা ৫-এ জায়গা করতে সক্ষম হয়েছে। চলতি সপ্তাহে রেটিং তুলল ৬.৪।
বেঙ্গল টপার সিরিয়াল হল ফুলকি। ৭.২ রেটিং নিয়ে সেরার জায়গা ধরে রাখল জি বাংলার এই মেগা। যদিও ঘাড়ে একপ্রকার নিঃশ্বাস ফেলছে নিম ফুলের মধু সিরিয়াল। বেশ লম্বা সময় ধরে জি-এর এই দুটি সিরিয়ালের মধ্যেই টক্কর চলছে বেঙ্গল টপার পজিশন ধরে রাখা নিয়ে। ফুলকি-রোহিত, সৃজন-পর্ণা, কেউ রাজি নয় একচুল জমি ছাড়তে।
আরও পড়ুন: বিয়ের আগে গর্ভবতী হন অপর্ণা-কন্যা! কঙ্কনাকে গাঁটছড়া বাঁধার কারণ নিয়ে কী বললেন রণবীর শোরে
তিন নম্বর স্থানে কোন গোপনে মন ভেসেছে। শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণুর এই মেগা-র রেটিংও নেহাত মন্দ উঠছে না। পাঁচে রয়েছে জগদ্ধাত্রী। বর্তমানে, জি বাংলার সবচেয়ে পুরনো মেগা এটি। নিন্দুকদের মত, চ্যানেল এই ধারাবাহিক বন্ধ করার কথা ভাবছে।
আরও পড়ুন: দুই ছেলে-মেয়ে নিয়ে ব্যস্ত ‘বাবা’ পরমব্রত, সুখী দাম্পত্যের ছবি দিলেন পিয়া
ছোটপর্দার নতুন জুটি শন-অনুষ্কার রোশনাই আসছে স্টার জলসায়। অনেকেই এই ধারাবাহিকের প্রোমো দেখে এটিকে ঝঙ্কারের সঙ্গে তুলনা করেছিলেন। তবে ধীরে ধীরে এই সিরিয়ালের গল্প মনে জায়গা করছে দর্শকের। কোন গোপনে মন ভেসেছে-র সঙ্গে লড়াই করে ৬.১ রেটিং তোলা নেহাত মুখের কথা নয়। সাত নম্বর স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার উড়ান ও কথা।
আরও পড়ুন: আম্বানিদের কুকুর ‘হ্যাপি’র জন্য মার্সিডিজ গাড়ি, দাম শুনলে যে কারও চোখ উঠবে কপাল
দেখে নিন টিআরপি তালিকায় সেরা ১০-এর তালিকা
প্রথম- ফুলকি ৭.২
দ্বিতীয়-নিম ফুলের মধু ৭.১
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে ৬.৫
চতুর্থ- শুভ বিবাহ ৬.৪
পঞ্চম- জগদ্ধাত্রী ৬.২
ষষ্ঠ- রোশনাই ৬.১
সপ্তম- উড়ান/ কথা ৬.০
অষ্টম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (15min) ৫.৭
নবম- গীতা এলএলবি ৫.৪
দশম- মিঠিঝোরা(45 min) ৪.৯
চলতি সপ্তাহে প্রথম টিআরপি এল জি বাংলার নতুন মেগা মালা বদলের। রাঙা বউ-এর পর স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন কাজ। মুখ্য চরিত্রে রয়েছেন ঋতু পাইন। 'ঘটকদিদি' দিতিপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন তিনি। ডিভোর্স লইয়ার কাব্য-র চরিত্রে রয়েছেন খেলনাবাড়ির বিশ্বজিৎ ঘোষ। প্রথম সপ্তাহে এই মেগার টিআরপি ৩.৬। বলে রাখা ভালো, এটি ৪৫ মিনিট সম্প্রচার হচ্ছে।
জি বাংলায় আরও একটি মেগা দেখানো হচ্ছে ৪৫ মিনিট। আর তা হল মিঠিঝোরা। ১০ নম্বরে রয়েছে এই সিরিয়াল। ৪.৯ রেটিং পেয়েছে। যদিও স্লট স্টার জলসারই দখলে। অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (প্রথম ১৫ মিনিট) মিলিয়ে রেটিং উঠেছে ৫.৭।