নতুন বছরের প্রথম টিআরপি রিপোর্ট সামনে এসেছে বৃহস্পতিবার। ফিকশন জঁর-এ বড়সড় পালাবদল ২০২৩-এ। ‘জগদ্ধাত্রী’কে সরিয়ে এবার এক নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’। এই প্রথমবার এককভাবে বেঙ্গল টপার হল স্বস্তিকা-দিব্যজ্যোতি অভিনীত এই মেগা। যদিও নন-ফিকশনে কিন্তু একচুলও এদিক ওদিক হল না তালিকা।
বছর শেষে এক নম্বরে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, শুরুতেও সবার চেয়ে এগিয়ে থাকলেন তিনি। নতুন বছরে জি বাংলায় শুরু হয়েছে ‘ঘরে ঘরে জি বাংলা’। গৃহিণীদের নিয়ে আরও একটি নতুন গেম শো। যদিও তাতে ‘দিদি নম্বর ১’-এর জনপ্রিয়তায় খুব বেশি ফারাক আসবে না, তার আভাস এই টিআরপি রিপোর্ট। যদিও আগামিতে এই অঙ্ক আরও পরিষ্কার হবে। ইন্দ্রাণী হালদার-অপরাজিতা আঢ্য জুটির সঙ্গে রচনার টেক্কা দেখতে মুখিয়ে দর্শক। এই সপ্তাহে ৬.৩ রেটিং পয়েন্টের সঙ্গে নন-ফিকশনে এক নম্বর ‘দিদি নম্বর ১’।
১২ বছর ধরে বাঙালির মনে রাজত্ব করছেন রচনা। তাঁর ম্যাজিক এতটুকুও ফিকে হয়নি। এই সপ্তাহে ফের বুঝিয়ে দিলেন ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা। অন্যদিকে বছরের শেষদিন দীর্ঘ ১৭ বছরের জার্নি শেষ হয়েছে সুদীপার ‘রান্নাঘর’-এর। শেষের দিকেও কোনও ফারাক নেই এই কুকারি শো-এর টিআরপি রেটিং-এ। মাত্র ১.১ রেটিং নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুদীপাকে।
এক নজরে নন-ফিকশনের টিআরপি তালিকা-
দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৬.৩)
সারেগামাপা (৫,৬)
ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৭)
রান্নাঘর (১.১)
এতদিন সপ্তাহান্তে রাত সাড়ে ৯টার স্লটে মুখোমুখি টেক্কা স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র ৩’ এবং ‘সারেগামাপা’র। ১লা জানুয়ারি সম্প্রচারিত হয়েছে জলসার ডান্স রিয়ালিটি শো-এর ফিনালে। চলতি সিজনে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর খুদেরা। দেব-রুক্মিণীর রসায়নও চোখ টেনেছে। তবে পিছিয়ে থেকেই শেষ করতে চলেছেন দেব-রুক্মিণী জুটি। নতুন বছরে স্লট লিডার হতে ব্যর্থ এই শো। ৪.৭ নম্বর পেয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’, সে জায়গায় ৫.৬ নম্বর পেয়ে স্লট দখলে রাখল সারেগামাপা।
আরও পড়ুন- 'মুটিয়ে যাচ্ছো', নাচের ভিডিয়ো পোস্ট করায় বডিশেমিং-এর শিকার, কড়া জবাব শ্রীলেখার
ফিনালে রাউন্ডের টিআরপি দিয়ে আগামি সপ্তাহে বাজিমাত করতে সফল হবে ডান্স ডান্স জুনিয়র? সেটা দেখবার। অন্যদিকে চলতি সপ্তাহ থেকে এই ডান্স রিয়ালিটি শো-এর বদলে জলসায় আসছে মিউজিক্যাল শো- ‘সুপার সিঙ্গার ৪’। বিচারকের আসনে থাকছেন শান, মোনালি ঠাকুর এবং রূপম ইসলাম।