বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP Update: বছরের শুরুতেও পালা বদলালো না! ১ নম্বরে 'দিদি' রচনা, বাকিরা কে কোথায়?

TRP Update: বছরের শুরুতেও পালা বদলালো না! ১ নম্বরে 'দিদি' রচনা, বাকিরা কে কোথায়?

এগিয়ে দিদি

TRP Update Non-Fiction: জয়ের হাসি ফুটল সেই রচনার মুখেই। নন-ফিকশনে এক নম্বরের তাজ উঠল ‘দিদি নম্বর ১’-এর মাথায়। শেষের দিকে এসেও পিছিয়ে থাকল ‘ডান্স ডান্স জুনিয়র ৩’। 

নতুন বছরের প্রথম টিআরপি রিপোর্ট সামনে এসেছে বৃহস্পতিবার। ফিকশন জঁর-এ বড়সড় পালাবদল ২০২৩-এ। ‘জগদ্ধাত্রী’কে সরিয়ে এবার এক নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’। এই প্রথমবার এককভাবে বেঙ্গল টপার হল স্বস্তিকা-দিব্যজ্যোতি অভিনীত এই মেগা। যদিও নন-ফিকশনে কিন্তু একচুলও এদিক ওদিক হল না তালিকা। 

বছর শেষে এক নম্বরে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, শুরুতেও সবার চেয়ে এগিয়ে থাকলেন তিনি। নতুন বছরে জি বাংলায় শুরু হয়েছে ‘ঘরে ঘরে জি বাংলা’। গৃহিণীদের নিয়ে আরও একটি নতুন গেম শো। যদিও তাতে ‘দিদি নম্বর ১’-এর জনপ্রিয়তায় খুব বেশি ফারাক আসবে না, তার আভাস এই টিআরপি রিপোর্ট। যদিও আগামিতে এই অঙ্ক আরও পরিষ্কার হবে। ইন্দ্রাণী হালদার-অপরাজিতা আঢ্য জুটির সঙ্গে রচনার টেক্কা দেখতে মুখিয়ে দর্শক। এই সপ্তাহে ৬.৩ রেটিং পয়েন্টের সঙ্গে নন-ফিকশনে এক নম্বর ‘দিদি নম্বর ১’। 

১২ বছর ধরে বাঙালির মনে রাজত্ব করছেন রচনা। তাঁর ম্যাজিক এতটুকুও ফিকে হয়নি। এই সপ্তাহে ফের বুঝিয়ে দিলেন ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা। অন্যদিকে বছরের শেষদিন দীর্ঘ ১৭ বছরের জার্নি শেষ হয়েছে সুদীপার ‘রান্নাঘর’-এর। শেষের দিকেও কোনও ফারাক নেই এই কুকারি শো-এর টিআরপি রেটিং-এ। মাত্র ১.১ রেটিং নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুদীপাকে। 

এক নজরে নন-ফিকশনের টিআরপি তালিকা-

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৬.৩)

সারেগামাপা (৫,৬)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৭)

রান্নাঘর (১.১)

এতদিন সপ্তাহান্তে রাত সাড়ে ৯টার স্লটে মুখোমুখি টেক্কা স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র ৩’ এবং ‘সারেগামাপা’র। ১লা জানুয়ারি সম্প্রচারিত হয়েছে জলসার ডান্স রিয়ালিটি শো-এর ফিনালে। চলতি সিজনে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর খুদেরা। দেব-রুক্মিণীর রসায়নও চোখ টেনেছে। তবে পিছিয়ে থেকেই শেষ করতে চলেছেন দেব-রুক্মিণী জুটি। নতুন বছরে স্লট লিডার হতে ব্যর্থ এই শো। ৪.৭ নম্বর পেয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’, সে জায়গায় ৫.৬ নম্বর পেয়ে স্লট দখলে রাখল সারেগামাপা। 

আরও পড়ুন- 'মুটিয়ে যাচ্ছো', নাচের ভিডিয়ো পোস্ট করায় বডিশেমিং-এর শিকার, কড়া জবাব শ্রীলেখার

ফিনালে রাউন্ডের টিআরপি দিয়ে আগামি সপ্তাহে বাজিমাত করতে সফল হবে ডান্স ডান্স জুনিয়র? সেটা দেখবার। অন্যদিকে চলতি সপ্তাহ থেকে এই ডান্স রিয়ালিটি শো-এর বদলে জলসায় আসছে মিউজিক্যাল শো- ‘সুপার সিঙ্গার ৪’। বিচারকের আসনে থাকছেন শান, মোনালি ঠাকুর এবং রূপম ইসলাম। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর দিল্লিতে বাজেয়াপ্ত ২,০০০ কোটি টাকার কোকেন, ভারত-দুবাই-লন্ডনে ছড়িয়ে পাচারের জাল! ২০ ওভারে মাত্র ২ ছয়! ম্যাচ শেষে শেফালি বললেন,‘মাঠ বড় ছিল’! ফোকাসে অজি ম্যাচ... কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড় দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.