বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: সেরার দৌড়ে পিছিয়ে পড়ল ‘অনুরাগের ছোঁয়া’, রামপ্রসাদ পারল মিঠাইকে টেক্কা দিতে?

TRP List: সেরার দৌড়ে পিছিয়ে পড়ল ‘অনুরাগের ছোঁয়া’, রামপ্রসাদ পারল মিঠাইকে টেক্কা দিতে?

প্রথম জগদ্ধাত্রী

TRP Update: সেরার আসন খুইয়েছে আগেই, এবার আরও কমলো সূর্য-দীপার টিআরপি। আইপিএল জ্বরের জেরেই এই হাল? চিন্তায় ভক্তরা। 

গত সপ্তাহের পর এ সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থান হাতছাড়া সূর্য-দীপার। দীর্ঘদিন পর জুটির একছাদের তলায় থাকাটাও দর্শক টানতে ব্যর্থ। এই সপ্তাহে ফের একবার বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিল জি কন্যা ‘জগদ্ধাত্রী’। দীর্ঘদিন ধরে দ্বিতীয়স্থানে আটকে থাকার পর গত সপ্তাহে প্রথমস্থা ছিনিয়ে নিয়েছিল এই মেগা, এই সপ্তাহে নম্বরের ব্যাবধান বাড়িয়ে প্রথম ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে জি বাংলার এই সিরিয়ালের ঝুলিতে রয়েছে ৮.২ নম্বর। অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’র রেটিং মাত্র ৭.৭! আইপিএলের মরসুমে চড়চড়িয়ে কমেছে সূর্য-দীপার নম্বর। 

এই মুহূর্তে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকছে হচ্ছে টিম অনুরাগের ছোঁয়াকে। কিছুটা হলেও হতাশ করল ‘নিম ফুলের মধু’ (৭.৪)। এক ধাপ নীচে নেমে চতুর্থ এই সিরিয়াল। ‘গৌরী এলো’ এই সপ্তাহে তৃতীয় স্থান দখল করেছে। সংগ্রহে ৭.৫ নম্বর। প্রথম পাঁচের চারটিতেই রয়েছে জি বাংলা। পঞ্চম ‘রাঙা বউ’ (৬.০)। 

এই সপ্তাহে সেরা দশের তালিকায় জায়গা পাওয়া নয়, তবে মিঠাই স্লট ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে চর্চা হয়েছে বিস্তর। ‘বালিঝড়’-এর মতো শক্তিশালী স্টারকাস্ট দিয়ে তৈরি মেগাকে দু-মাসে তাড়ানোর পর আপতত মিঠাইরানির প্রতিপক্ষ রামপ্রসাদ। সব্য়সাচীর কামব্যাক, সঙ্গে ভক্তিমূলক মেগা- দুইয়ের কম্বিনেশনে কড়া টক্কর অপেক্ষায় ছিল মিঠাইয়ের জন্য। ফলাফলেও সেই প্রতিফলন। যদিও স্লট ধরে রাখতে সফল মিঠাই। এই সপ্তাহে ৪.২ পয়েন্ট নিয়ে সন্ধ্যা ৬টার স্লট ধরে রাখল মিঠাই। ‘রামপ্রসাদ’-এর প্রাপ্ত নম্বর ৩.২। তবে ভবিষ্যতে কড়া চ্যালেঞ্জ জানাবে এই মেগা, তার ইঙ্গিত মিলল প্রথম সপ্তাহেই। 

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী ৮.২

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া ৭.৭

তৃতীয়- গৌরী এলো ৭.৫

চতুর্থ- নিম ফুলের মধু ৭.৪

পঞ্চমী- রাঙা বউ ৬.০

ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৫.৮)

সপ্তম- পঞ্চমী (৫.৭)

অষ্টম- মেয়েবেলা (৫.৫)

            খেলনা বাড়ি (৫.৫)

নবম- গাঁটছড়া (৫.৩)

দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.২)

স্লট দখলে এবারও ব্যর্থ নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’। তবে ষষ্ঠস্থানে জায়গা পেয়েছে এই মেগা। আশ্চর্যজনকভাবে এই সপ্তাহে রেটিং কমেছে ‘পঞ্চমী’র। প্রথম পাঁচ থেকে ছিটকে সাতে নেমে গিয়েছে বাংলার ‘নাগিন’। নতুন অধ্যায় শুরু হওয়ার পর থেকে মিতুলের গল্পে খানিক আকর্ষণ হারিয়েছে দর্শক। ‘মেয়েবেলা’র সঙ্গে অষ্টম স্থান ভাগ করে নিয়েছে ‘খেলনা বাড়ি’। সদ্যই গাঁটছড়ায় শুরু হয়েছে নতুন অধ্যায়। স্লট হারা হলেও এখনও সেরা দশে টিকে রয়েছে এই মেগা। অন্যদিকে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’কেও প্রথম দশের মধ্যে দেখে খুশি ভক্তরা। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বয়স মাত্র ১ বছর ৪ মাস, রণবীর-আলিয়া কন্যা রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড' বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.