বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: ফিকে পড়ল গৌরী ম্যাজিক, টপার সেই অনুরাগের ছোঁয়া! জগদ্ধাত্রী কত নম্বরে? দেখে নিন টিআরপি-র সেরা দশ

TRP List: ফিকে পড়ল গৌরী ম্যাজিক, টপার সেই অনুরাগের ছোঁয়া! জগদ্ধাত্রী কত নম্বরে? দেখে নিন টিআরপি-র সেরা দশ

গৌরী এলো-কে টপকে ফের টপার অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী কত নম্বরে?

পরীক্ষার ফলাফল বেরনোর মতো টেনশনে থাকেন দর্শকরা বৃহস্পতিবারে। প্রিয় ধারাবাহিক কেমন ফল করল জানতে কাজ করে চাপা টেনশন। দেখে নিন কোন সিরিয়াল রয়েছে এই সপ্তাহে কত নম্বরে-

গত সপ্তাহে টিআরপি টপার হয়ে সকলকে চমকে দিয়েছিল গৌরী এলো। এতদিন ধরে মূলত টপার হওয়ার লড়াই চলছিল অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রীর মধ্যে। তবে সবাইকে চমকে দিয়ে টপারের জায়গা ছিনিয়ে নিয়েছিল ঈশান আর গৌরী। কিন্তু চলতি সপ্তাহে যেই কে সেই। ফের টপার পজিশন সূর্য আর দীপার দখলে। স্টার জলসার এই মেগার ফ্যামিলি ড্রামাখানা যেন চুম্বকের মতো টানে দর্শকদের। ধারাবাহিকের নায়ক-নায়িকাদের মধ্যে দূরত্ব বাড়লেই, দর্শকরাও অনুভব করে টানটান উত্তেজনা। 

দ্বিতীয় পজিশনে এসে গিয়েছে গৌরী এলো। তবে নতুন চরিত্র তারা এসেছে মেগায়। যে আসলে ঘোমটা কালীরই অংশ। নতুন নতুন চমক যে আসবে সামনের এপিসোডে তা বলাই বাহুল্য। যদিও সময় বদলেছে। আগামী সপ্তাহ থেকে সাড়ে সাতটার বদলে গৌরী এলো দেখানো হবে বিকেল ৬টায়, রামপ্রসাদের বিপরীতে। এখন দেখার স্লট চেঞ্জ হওয়ার পর টিআরপি কতটা ধরে রাখতে পারে এই মেগা। 

তিনে নেমে এসেছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহ থেকে স্টার জলসার তুঁতে-র সঙ্গে মোকাবিলা করবে এটা। ফলে আগামী সপ্তাহগুলোতে হয়তো আরও কমতে পারে নম্বর। 

এবারে অপেক্ষাকৃত ভালো ফল পঞ্চমীর। রাঙা বউকে হারিয়ে শুধু স্লট পায়নি, ৬ নম্বরে নিজের জায়গাও করে নিয়েছে। আর শ্রুতি-গৌরব স্লট হারানোর পাশাপাশি নেমে এসেছে আট নম্বরে। ৬ নম্বরে যৌথভাবে রয়েছে এক্কা দোক্কা আর হরগৌরী পাইস হোটেল। দুটো ধারাবাহিকের টিআরপিই বেড়েছে গত সপ্তাহের থেকে বেশ খানিকটা। 

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.১)

দ্বিতীয়- গৌরী এলো (৭.৭)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৩)

চতুর্থ- নিম ফুলের মধু (৬.৩)

পঞ্চম- বাংলা মিডিয়াম (৬.১)

ষষ্ঠ- পঞ্চমী (৫.৯)

সপ্তম- এক্কা দোক্কা/ হরগৌরী পাইস হোটেল (৫.৭)

অষ্টম- রাঙা বউ (৫.৬)

নবম-মেয়েবেলা (৫.৩)

দশম- সোহাগ জল/ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৬)

মেয়েবেলা নিয়ে বিতর্ক অব্যাহত। খারাপ টিআরপি-র কারণে মেগা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের স্লট দিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যাতারা-কে। কিন্তু ধারাবাহিক শেষ হবে না স্লট বদল তা এখনও ঠিক হয়নি। শোনা গিয়েছিল, টিআরপি-র ফলাফল দেখে নাকি সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। সে হিসেবে গত সপ্তাহে ছিল টিআরপি নম্বর ৪.২। এই সপ্তাহে তা বেড়ে হল ৫.৩। ফলাফল দেখে এবার হয়তো ধারাবাহিক বন্ধ করবে না জলসা। খুব সম্ভবত দুপুরের স্লটে পাঠানো হবে এই ধারাবাহিককে। আজকালের মধ্যেই হয়তো ঘোষণা করে দেবে চ্যানেল। 

সঙ্গে মিঠাই-নিয়ে যত মাতামাতি তা অনলাইনেই। টিআরপি-তে তা চলতি সপ্তাহেও ধরা পড়ল না। এই সপ্তাহে প্রাপ্ত নম্বর মাত্র ২.৬। স্লটও হারিয়েছে রামপ্রসাদের কাছে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

মতুয়া গড়ে তৃণমূল সাংসদের পা ছুঁয়ে প্রণাম BJP বিধায়ক অসীমের, কী বললেন মমতাবালা? সাড়ে ৩ মাস আগে মৃত ছাত্র, বকেয়া ফি চাইল স্কুল, প্রশাসনের দ্বারস্থ বাবা মা আমি অস্ত্র হাতে বেরবো, রাম নবমীর মিছিলে বাধা দিলে ছুড়ে ফেলা হবে: দিলীপ ঘোষ প্রেম করছেন 'মা'-এর ঝিলিক! পাহাড় থেকে প্রেমিকের সঙ্গে আলাপ করালেন তিথি, কে তিনি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠায় আত্মঘাতী প্রৌঢ়, ‘ফাঁসানো হয়েছে’ দাবি পরিবারের রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! দুর্গা মন্দিরে পাঁচিল ভাঙার অভিযোগ, উত্তেজনা ছড়াল মেমারিতে খেলানো যাবে না কোনও মুসলিমকে, ফুটবল টুর্নামেন্ট নিয়ে আজব নির্দেশিকা ক্লাবের বাড়ছে ডিভোর্স-ব্রেকআপের সংখ্যা! মিঠুন বললেন, 'সম্পর্কের আয়ু কমছে কারণ…' অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি! ফের উত্তপ্ত ভাটপাড়া

IPL 2025 News in Bangla

রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়ান পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়ামসনের হিন্দি শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR হাইলি সাসপিশাস! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা IPL-র আগে সুপার ফিট RR vs KKR- ‘আজ NRR নয়, দলের জয় দরকার ছিল’ স্লো ইনিংস নিয়ে মুখ খুললেন ডি কক! IPL Points Table: RR-কে হারিয়ে ছয়ে উঠল KKR,লাস্টবয় এখন রাজস্থান,শীর্ষে রয়েছে কে? 'ইচ্ছা করে ২ ওয়াইড করে ডি'ককে ১০০ করতে দিলেন না আর্চার', খেপে লাল KKR ফ্যানরা KKR vs RR- জয়ে ফিরল নাইট রাইডার্স! বরুণ-মইনের স্পিন জাদুর পর দলকে জেতালেন ডি কক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.