বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: জি বাংলার বাজিমাত! শ্যামলী সুপারহিট, শীর্ষস্থানে ফিরল নিম ফুল,গীতার ভরাডুবি

TRP List: জি বাংলার বাজিমাত! শ্যামলী সুপারহিট, শীর্ষস্থানে ফিরল নিম ফুল,গীতার ভরাডুবি

জি বাংলার বাজিমাত! শ্যামলী সুপারহিট,শীর্ষস্থানে ফিরল নিম ফুল, গীতার ভরাডুবি

TRP List: টিআরপি তালিকায় এই সপ্তাহে জি বাংলার জয়জয়কার। এক থেকে সোজা চারে নেমে গেল গীতা! শেষ সপ্তাহেও স্লট ধরে রাখল রানি। 

বৃহস্পতিবার ছিল স্বাধীনতা দিবস, তাই এই সপ্তাহে একদিন পর এল টেলিপাড়ার সাপ্তাহিক রিপোর্ট কার্ড। যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া সকলের। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা একদম উলটে গিয়েছে। গতবার জলসা বাজিমাত করেছিল, এবার চমকে দিল জি বাংলা। প্রথম তিনটি স্থানই দখলে রেখেছে জি কন্যারা। 

ওদিকে গত সপ্তাহের টিআরপি টপার গীতা ছিটকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে। এই সপ্তাহে এক নম্বরে রয়েছে সৃজন-পর্ণার নিম ফুলের মধু। বর্ষার সঙ্গে ঘটা নক্কারজনক ঘটনাকে ঘিরে টানটান পর্ব হয়েছে নিম ফুলের মধু-তে। ফলস্বরূপ ৭.২ রেটিং নিয়ে শীর্ষস্থানে এই মেগা। দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামলী-অনিকেত। হ্যাঁ, পাঁচ নম্বর থেকে সোজা দু-নম্বরে উঠে এল ‘কোন গোপনে মন ভেসেছে’ (৭.১)। ওদিকে তৃতীয়স্থান দখলে রাখল ফুলকি (৭.০)। একই স্লটে সম্প্রচারিত হওয়া কথা ও জগদ্ধাত্রী একই নম্বর পেয়ে যৌথভাবে পঞ্চম স্থান দখল করেছে। 

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- নিম ফুলের মধু (৭.২)

দ্বিতীয়- কোন গোপনে মন ভেসেছে (৭.১)

তৃতীয়- ফুলকি (৭.০)

চতুর্থ- গীতা এলএলবি (৬.৯)

পঞ্চম- জগদ্ধাত্রী/ কথা (৬.৮)

ষষ্ঠ- উড়ান (৬.৩)

সপ্তম- শুভ বিবাহ/বঁধুয়া (৫.৯) 

অষ্টম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ/ রোশনাই (৫.৮)

নবম- মিঠিঝোরা [৪৫ মিনিট] (৫.৭)

দশম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল [৪৫ মিনিট] (৪.৬)

ওদিকে এই সপ্তাহে পরপর দু-বার স্লটহারা হল অনুরাগের ছোঁয়া। বর্তমানে জি বাংলায় ৯.৩০টার স্লটে সম্প্রচারিত হওয়া মিঠিঝোরা ৪৫ মিনিট করে টেলিকাস্ট হচ্ছে। এই মেগার টিআরপি ৫.৭, ওদিকে অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেলের সম্মিলিত টিআরপি ৪.৬! সপ্তাহে পাঁচদিন সম্প্রচারিত হয়েও চমক দেখাচ্ছে আরাত্রিকা-সুমনরা। সুতরাং, ফের একবার হার মানল সূর্য-দীপা। স্বভাবতই টেলিপাড়ায় জোর জল্পনা, এবার হয়ত বন্ধ হবে বর্তমান বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো মেগা। 

এই সপ্তাহেই তোমাদের রানির শেষ টিআরপি এল। প্রত্যাশা মতোই স্লট লিডার হয়েই বিদায় নিল অর্কপ্রভ-অভিকারা। সংগ্রহে ৪.৫ নম্বর। পুবের ময়নার চেয়ে বড় ব্যাবধানে (১.১) এগিয়ে থাকল দুর্যানী জুটি। 

আপতত নন-ফিকশনে ভালো ফল করছে সারেগামাপা। জি বাংলার এই গানের রিয়ালিটি শো-এর কাছে টিকতে পারছে না জলসার ফিকশন শো গুলি। সারেগামাপার ঝুলতি চলতি সপ্তাহে রয়েছে ৬.০ রেটিং। ওদিকে দিদি নম্বর ১-এর সানডে ধামাকা এপিসোড পেয়েছে ৫.৭ নম্বর। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায় পাকিস্তানের বিরুদ্ধে জয়, WTC 2023-25 Points Table-এ কত স্থানে উঠে এল ইংল্যান্ড? তেরঙায় মুড়ে দেওয়া হল রতন টাটার মরদেহের কফিন, শেষশ্রদ্ধা জানালেন সচিন-রোহিতরা জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে রতন টাটার এই ১০ উক্তি লাল টুকটুকে শাড়ি পরে ' দেবী', কুমারী পুজো বেলুড় মঠে মোদীর উপহার দেওয়া দেবীর মুকুট চুরি, বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের ফ্লোরিডায় ভয়ঙ্কর হারিকেন মিল্টনে মৃত্যু বেড়ে ১৬, বিদ্যুৎহীন ৩০ লক্ষ পরিবার ঋণের কিস্তি শোধ নিয়ে বিবাদ, সপ্তমীর সন্ধেয় মায়ের মাথায় কোদালের কোপ বসাল ছেলে ৫ চিকিৎসকের বোর্ডের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, এখন কেমন আছেন অনিকেত? পাকিস্তানের লজ্জার হার! ঘরের মাঠে ইনিংস ও ৪৭ রানে হারল বাবর-আফ্রিদিরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.