আর মাত্র কয়েকটা দিন। আগামী ৮ই মার্চ মুক্তি পাচ্ছে রণবীর-শ্রদ্ধা জুটির প্রথম ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। জোর কদমে এই ছবির প্রচারে ব্যস্ত দুই তারকা। তবে আশ্চর্যজনকভাবে ট্রেলার রিলিজের পর থেকে একসঙ্গে ছবির প্রচারে দেখা যাচ্ছে না তাঁদের। আলাদা-আলাদা ছবির প্রমোশন করছেন রণবীর-শ্রদ্ধা। যেখানে রণবীর হাজির সেখানে গায়েব শ্রদ্ধা। আবার কোথাউ তার উল্টোটা। এই নিয়েই বলিপাড়ার অন্দরে শুরু হয়েছে নানান ফিসফিসানি। কেউ কেউ তো বলছেন বিয়ের পর বরকে নিয়ে বেশিই পজেসিভ আলিয়া। অন্য নায়িকার থেকে ‘ক্যাসিনোভা’ বরকে দূরে থাকার নির্দেশ নাকি এসেছে মিসেস কাপুরের তরফে। সত্যি কি তাই?
এক সাংবাদিক বৈঠকে অবশেষে এই প্রশ্নের মুখোমুখি হলেন রণবীর। তাঁকে জিগ্গেস করা হয়, ‘আলিয়া বারণ করেছে নাকি শ্রদ্ধার সঙ্গে ছবি প্রোমট করতে?’ রাখঢাক না রেখেই জবাব দিলেন রণবীর। কী জন্য একসঙ্গে মিডিয়ার সামনে আসছেন না বা কোনও রিয়ালিটি শো-তে যাচ্ছে না তা জানিয়ে দিলেন রণবীর কাপুর। প্রেস মিটে রণবীর সোজাসাপটা জানান, ‘ও কেন বারণ করতে যাবে? আপনি অযথা গুজব ছড়াচ্ছেন। এমন কথা কেউ বলেনি। কন্ট্রোভার্সি তৈরির দরকার নেই। আজকাল আমার জীবনে কোনও বিতর্ক নেই’। রণবীরের কথায়, এই নতুন জুটির রসায়ন প্রথমবার বড় পর্দায় দেখুক দর্শক, এমনটাই চান নির্মাতারা। তাই পৃথকভাবে ছবির প্রচার সারছেন তাঁরা। সদ্যই কলকাতায় ছবির প্রচারেও একাই হাজির হয়েছিলেন রণবীর। ‘দ্য কপিল শর্মা শো’তেও রণবীরের পাশে দেখা মেলেনি শ্রদ্ধার।
আপতত মুম্বইয়ে একাই দিন কাটাছে রণবীরের। অন্য রণবীরের হাত ধরে কাশ্মীরে ‘রকি অউর রানি কি প্রেমকহানি'র শ্যুটিং সারছেন আলিয়া। মেয়ে রাহাকেও সঙ্গে নিয়ে গেছেন অভিনেত্রী। রণবীরের কোল তাই খালি। বাড়ি ফিরে মেয়েকে কাছে পাচ্ছেন না নায়ক। রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কার’ পরিচালনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন। রণবীরের হাতে আপতত রয়েছে সন্দীপ রেড্ডি ভঙ্গার পরবর্তী ছবি ‘অ্যানিমেল’। এর পাশাপাশি কিশোর কুমারের বায়োপিকেও থাকছেন তিনি তা নিশ্চিত করেছেন রণবীর।