বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia: আলিয়া বারণ করেছে? শ্রদ্ধার সঙ্গে ছবির প্রচার না করা নিয়ে সাফাই রণবীরের

Ranbir-Alia: আলিয়া বারণ করেছে? শ্রদ্ধার সঙ্গে ছবির প্রচার না করা নিয়ে সাফাই রণবীরের

কেন একসঙ্গে প্রচারে নেই রণবীর-শ্রদ্ধা

Alia-Ranbir: আলিয়ার জন্যই শ্রদ্ধার সঙ্গে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচার সারছেন না রণবীর? গুজব নিয়ে মুখ খুললেন নায়ক। 

আর মাত্র কয়েকটা দিন। আগামী ৮ই মার্চ মুক্তি পাচ্ছে রণবীর-শ্রদ্ধা জুটির প্রথম ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। জোর কদমে এই ছবির প্রচারে ব্যস্ত দুই তারকা। তবে আশ্চর্যজনকভাবে ট্রেলার রিলিজের পর থেকে একসঙ্গে ছবির প্রচারে দেখা যাচ্ছে না তাঁদের। আলাদা-আলাদা ছবির প্রমোশন করছেন রণবীর-শ্রদ্ধা। যেখানে রণবীর হাজির সেখানে গায়েব শ্রদ্ধা। আবার কোথাউ তার উল্টোটা। এই নিয়েই বলিপাড়ার অন্দরে শুরু হয়েছে নানান ফিসফিসানি। কেউ কেউ তো বলছেন বিয়ের পর বরকে নিয়ে বেশিই পজেসিভ আলিয়া। অন্য নায়িকার থেকে ‘ক্যাসিনোভা’ বরকে দূরে থাকার নির্দেশ নাকি এসেছে মিসেস কাপুরের তরফে। সত্যি কি তাই? 

এক সাংবাদিক বৈঠকে অবশেষে এই প্রশ্নের মুখোমুখি হলেন রণবীর। তাঁকে জিগ্গেস করা হয়, ‘আলিয়া বারণ করেছে নাকি শ্রদ্ধার সঙ্গে ছবি প্রোমট করতে?’ রাখঢাক না রেখেই জবাব দিলেন রণবীর। কী জন্য একসঙ্গে মিডিয়ার সামনে আসছেন না বা কোনও রিয়ালিটি শো-তে যাচ্ছে না তা জানিয়ে দিলেন রণবীর কাপুর। প্রেস মিটে রণবীর সোজাসাপটা জানান, ‘ও কেন বারণ করতে যাবে? আপনি অযথা গুজব ছড়াচ্ছেন। এমন কথা কেউ বলেনি। কন্ট্রোভার্সি তৈরির দরকার নেই। আজকাল আমার জীবনে কোনও বিতর্ক নেই’। রণবীরের কথায়, এই নতুন জুটির রসায়ন প্রথমবার বড় পর্দায় দেখুক দর্শক, এমনটাই চান নির্মাতারা। তাই পৃথকভাবে ছবির প্রচার সারছেন তাঁরা। সদ্যই কলকাতায় ছবির প্রচারেও একাই হাজির হয়েছিলেন রণবীর। ‘দ্য কপিল শর্মা শো’তেও রণবীরের পাশে দেখা মেলেনি শ্রদ্ধার। 

আপতত মুম্বইয়ে একাই দিন কাটাছে রণবীরের। অন্য রণবীরের হাত ধরে কাশ্মীরে ‘রকি অউর রানি কি প্রেমকহানি'র শ্যুটিং সারছেন আলিয়া। মেয়ে রাহাকেও সঙ্গে নিয়ে গেছেন অভিনেত্রী। রণবীরের কোল তাই খালি। বাড়ি ফিরে মেয়েকে কাছে পাচ্ছেন না নায়ক। রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কার’ পরিচালনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন। রণবীরের হাতে আপতত রয়েছে সন্দীপ রেড্ডি ভঙ্গার পরবর্তী ছবি ‘অ্যানিমেল’। এর পাশাপাশি কিশোর কুমারের বায়োপিকেও থাকছেন তিনি তা নিশ্চিত করেছেন রণবীর। 

 

বায়োস্কোপ খবর

Latest News

'ঝাঁঝ-অদম্য জেদ আছে…', জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের ‘ভাষা’য় মুগ্ধ সুদীপ্তা! ‘সরকারি হাসপাতালের পরিবেশ, আসলে তো তোমরাই করছ শেষ…’! নচিকেতার কথায় বিঁধল দেবাংশু আরজি কর নিয়ে সত্যিই কি মমতার পাশে RSS? রাষ্ট্রপতি শাসন হবে? খোলসা করলেন শুভেন্দু সাইবার প্রতারণার বাড়বাড়ন্ত, মোকাবিলায় ৫০০০ কমান্ডো মোতায়েন করবে কেন্দ্র পুজোর অফার দিচ্ছে Tata, একাধিক গাড়িতে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় সুপার বেবি রাজ-কন্যা ইয়ালিনি! মাত্র ১০ মাস বয়সে শুভশ্রীর মেয়ে দাঁড়িয়ে নিজের পায়ে খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব! টেক্কার ঝলক সামনে এনে লিখলেন, ‘এবার শেষ খেলা…’ লম্বা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধে সহজে, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.