বাংলা নিউজ > বায়োস্কোপ > Tu Jhoothi Main Makkaar Trailer Out: টাইমপাস প্রেম করতে গিয়ে ফেঁসে গেলেন রণবীর? হোলিতে হটকে লাভ স্টোরি আনছেন লাভ রঞ্জন

Tu Jhoothi Main Makkaar Trailer Out: টাইমপাস প্রেম করতে গিয়ে ফেঁসে গেলেন রণবীর? হোলিতে হটকে লাভ স্টোরি আনছেন লাভ রঞ্জন

তু ঝুটি ম্যায় মাক্কার-এ প্রেমের জালে ফাঁসলেন রণবীর-শ্রদ্ধা, এবার!

Tu Jhoothi Main Makkaar Trailer Out: মুক্তি পেল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত তু ঝুটি ম্যায় মাক্কার ছবির ট্রেলার। ট্রেলার থেকে ছবির কোন আভাস মিলল?

রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের বহু প্রতীক্ষিত ছবি তু ঝুটি ম্যায় মাক্কার আসছে। তার আগেই প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। লাভ রঞ্জন পরিচালিত এই ছবিটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি। রণবীর এবং শ্রদ্ধার সিজলিং কেমিস্ট্রি ধরা পড়তে চলেছে এই ছবিতে, আর তারই এক ঝলক দেখা গেল ট্রেলারে।

ট্রেলারে দেখা যায় রণবীর এবং শ্রদ্ধার প্রেমটা তো হয়ে যায়, কিন্তু ব্রেকআপ? তাঁরা যে চেয়েও সেটা করতে পারছেন না! উল্টে এমন একাধিক অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাঁদের যেখানে রীতিমত ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এবার? কী করবেন তাঁরা?

তু ঝুটি ম্যায় মাক্কার ছবিটির ট্রেলার সাড়ে তিন মিনিটের। এখানেই বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে দুটি দারুণ লাইন শোনা যায়। আজকালকার অনেকেই দারুণ মিল পাবেন এই লাইন দুটির সঙ্গে। এই যুগের সম্পর্কগুলোর ব্যাখ্যায় ট্রেলারে বলা হয়, 'আজকাল সম্পর্কে যাওয়া সহজ কিন্তু তার থেকে বেরোনো নয়। সম্পর্ক তৈরি করাও সহজ, সেটা ভাঙা নয়।'

ট্রেলার দেখে এটুকু বোঝা যায় যে দুই অভিনেতার কেউই সিরিয়াসলি এই সম্পর্কে জড়াতে চাননি। তাঁরা ক্যাজুয়াল সম্পর্কে যেতে চেয়েছিলেন কেবল। কিন্তু দেখা যায়, উল্টে তাঁরা কীভাবে একটি সিরিয়াস সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের পরিবার পর্যন্ত জড়িয়ে যায় এই সম্পর্কে। এমনকি তাঁদের বাগদান পর্যন্ত হয়ে যায়। এবার! এদিকে ট্রেলারের শুরুতে শ্রদ্ধাকে রণবীর প্রশ্ন করেন যে তিনি এই সম্পর্ক নিয়ে সিরিয়াস না টাইম পাস করছেন। অভিনেত্রী তখন জানিয়েছিলেন, 'টাইম পাস করার জন্যও যোগ্য কাউকে চাই।' আর সেটাই যে বাস্তবে সত্য হয়ে উঠবে সে আর কে বুঝেছিল!

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে রণবীর এই ছবির বিষয়ে বলেছিলেন, 'বয়স হয়ে যাচ্ছে। হয়তো এটাই আমার শেষ রোমান্টিক কমেডি ঘরানার ছবি হবে।' তাঁর এই বক্তব্য শুনে দর্শকরা প্রায় রে রে করে উঠেছিল! তাঁরা সমবেত কণ্ঠে জানান যে তাঁর বয়স বাড়ছে না, কমছে। বর্তমানে অভিনেতা বয়স ৪০, এতদিন তিনি তাঁর কেরিয়ারে একাধিক এই ঘরানার ছবি করেছেন। এবং সব কটি ভালোই সাড়া পেয়েছিল। শেষ তাঁকে জগ্গা জাসুস ছবিতে রোমান্টিক কমেডি ধাঁচের ছবি করতে দেখা গিয়েছিল। এবার দেখা যাক এই ছবি দর্শকদের থেকে কেমন সাড়া পায়।

আগামী ৮ মার্চ ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবিটির প্রযোজনা করেছেন লাভ রঞ্জন, অঙ্কুর গর্গ। নিবেদন করেছেন গুলশান কুমার এবং ভূষণ কুমার।

বন্ধ করুন