'বালিকা বধূ' ও 'লাগি তুঝসে লগান'-এর মতো ধারাবাহিকে অভিনয়ের সুবাদে আজও দর্শক মনে পাকা জায়গা মাহি ভিজের। যদিও মাতৃত্বের কারণে এখন শোবিজের দুনিয়া থেকে দূরে মাহি। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন অভিনেত্রী। নবরাত্রির আবহেই খারাপ খবর দিলেন মাহি। উৎসবের শুরুতে হাসপাতালে ভর্তি জয় ভানুশালি-পত্নী। চিকুনগুনিয়ায় আক্রান্ত তিনি।
আরও পড়ুন-আনন্দীর আগমনে চাপে গীতা! পুজোর আবহে কথার বাজিমাত, কমল ফুলকি-পর্ণার নম্বর
মাহির স্বাস্থ্য আপডেট
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শরীরটা ভাল যাচ্ছিল না মাহির। তিনি জয়েন্টে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলেন, সঙ্গে ধূম জ্বর। রক্ত পরীক্ষার পর জানা যায় তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। মশাবাহিত এক জ্বর চিকুনগুনিয়া, সাধরণত প্রাণঘাতী না হলেও এই জ্বরে গাঁটের যন্ত্রণায় ভুগতে হয় মাসের পর মাস।
গত ৩ অক্টোবর ইনস্টাগ্রামে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের কথা জানান মাহি। হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকিয়ে, ক্যামেরার থেকে উলটো দিকে মুখ করে বসে আছেন তিনি।
কিছুদিন আগে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তাকে তার অসুস্থ বাবার যত্ন নিতে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার জীবনের এই ১০ দিন সবচেয়ে কঠিন ছিল। আমার বাবা, যিনি আমার স্তম্ভ, তিনি আমার প্রতিটি কাজ করেন যাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। আজ যখন তার আমাকে প্রয়োজন তখন আমি সম্ভবত তাকে আগের মতো হাঁটতে দেখার জন্য সবকিছু করতে পারি। আমি মনে করি রোগের অর্ধেক নিরাময় ঘটে যখন বাবা-মা বাচ্চাদের দেখে, একজন নার্স যা করতে পারেন তা আপনি করতে পারেন না ঠিকই, তবে সাহায্য তো করতে পারেন। আমি আমার বাবার পাশে থাকতে পেরে গর্বিত এবং আশা করি এক মাসের মধ্যে তিনি যেমন ছিলেন তেমনই থাকবেন। আমার সাহসী বাবা। আমার সবকিছু…’।
মাহির কেরিয়ার সম্পর্কে
অভিনেত্রী লাগি তুঝসে লগান-এ নকুশার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর বালিকা বধুতে নন্দিনীর চরিত্রে তাঁর অভিনয় নজর কাড়ে। ২০১১ সালে অভিনেতা জয় ভানুশালীকে বিয়ে করেন তিনি। একসঙ্গে নাচ বলিয়ে-র মতো ডান্স রিয়ালিটি শো জিতেছেন দুজনে। ঝলক দিখলা জা ৪ এবং ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ৭-এর প্রতিযোগীও ছিলেন মাহি।
আরও পড়ুন-কে বলবে দুই বাচ্চার মা! পুলের ধারে মনোকিনিতে শুভশ্রী,ছেলের সঙ্গে ব্যস্ত জলকেলিতে
২০১৭ সালে নিজেদের পরিচারকের দুই সন্তানের লালন-পালনের দায়িত্ব নেন জয় ও মাহি। দু-বছর পর তাঁদের কোল আলো করে আসেন তাঁদের প্রথম সন্তান।