একদিকে যেমন বক্স অফিসে পাঠান ঝড় থামছে না, তেমনই ব্যস্ততার মাঝে একটু অবসর পেলেই ভক্তদের সঙ্গে আড্ডা দিতে টুইটারে হাজিরা দিচ্ছেন শাহরুখ খান। শনিবারও লম্বা সময় ধরে ফ্যানেদের সওয়ালের জবাব দিলেন বাদশা। শাহরুখের রসিক মেজাজ কারুর অজানা নয়। এদিন একদম বাদশাহি ভঙ্গিতে একের পর এক প্রশ্নের ফাটাফাটি জবাব এল শাহরুখের তরফে। এদিন এক নেটিজেন শাহরুখকে বয়স অনুযায়ী চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন ঘুরিয়ে। তাঁকে শাহরুখ সপাট জানান, তিনি হিরো ছিলেন, আছেন আর থাকবেন!
হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে পঞ্চাশোর্ধ নায়কদের রোম্যান্স বলিউডের অতি পরিচিত ছবি। সেই নিয়ে বহুবার ট্রোলড হয়েছেন শাহরুখ-সলমনরা। যদিও সেই নিয়ে কুছ পরোয়া নেই কিং খানের। বরং ৫৭ বছরের এই তরুণ তুর্কী মনে করেন হিরোর ভূমিকায় আজও পারফেক্ট তিনি। এদিন #AskSRK সেশন একজন প্রশ্ন করেন, ‘তুমি এই রকমভাবে হিরোর চরিত্রই করবে নাকি কোনওদিন নায়ক-নায়িকার বাবার চরিত্র করার পরিকল্পনাও রয়েছে?’ খানিক তাচ্ছিল্যের সুরেই এই প্রশ্ন রাখা হয় শাহরুখের সামনে। নিন্দককে অবশ্য যোগ্য জবাব দিয়েছেন সুপারস্টার। আর সেই জবাব তুমুল ভাইরাল নেটপাড়ায়।
অভিনেতা এক বাক্যে জবরদস্ত জবাব দেন। লেখেন, ‘তুই বাপ হও… আমি তো হিরোর চরিত্রেই ঠিক আছি’। অপর এক ট্রোলার শাহরুখের উদ্দেশে লেখেন, ‘পাঠানের প্রথমার্ধটা দুর্দান্ত ছিল, কিন্তু সেকেন্ড হাফ দেখে খুব অসন্তুষ্ট। আপনার কী মত?’ পালটা শাহরুখ লেখেন, ‘কোনও সমস্যা নেই। সবার নিজস্ব পছন্দ-অপছন্দ রয়েছে। পাঠানের প্রথমার্ধ দেখে নাও, দ্বিতীয়ার্ধে কোনও ওটিটি ছবি দেখে নেবে এই সপ্তাহান্তে। ফ্যানের শেয়ার করা পিৎজাক ছবি দেখে শাহরুখ স্পষ্ট বলেন, 'এর চেয়ে ভালো দেখতে পিৎজা আমি বানাই, যদিও এর স্বাদ নিয়ে কিছু বলতে পারব না'।

শাহরুখের সপাট জবাব
এদিন এক নেটিজেন শাহরুখের কাছে ‘পাঠান’-এর প্রকৃত কালেকশন জানতে চায়। পালটা শাহরুখ লেখেন, ‘৫ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে ভালোবাসা, ৩ হাজার কোটির প্রশংসা, ৩২৫০ কোটি আলিঙ্গন, ২০০ কোটির হাসি আরও গোনা চলছে। তোর অ্যাকাউনটেন্ট কী বলছে?’
আরও পড়ুন-থামছে না ‘পাঠান’ ঝড়! বাংলা থেকে কত কোটি কামাই শাহরুখের? গোটা বিশ্বে আয় ৭২৫ কোটি
ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট বলছে মুক্তির প্রথম ১০ দিনে এক ডজনেরও বেশি রেকর্ড ভেঙে বিশ্ব বক্স অফিসে ৭২৫ কোটি টাকার গ্রস কালেকশন করেছে এই ছবি।