স্টার জলসার অন্যতম হিট মেগা হল তুমি আসে পাশে থাকলে। প্রথমে এই ধারাবাহিকের গল্প পারো আর দেবের প্রেম, ভৌতিক ছোঁয়া দিয়ে শুরু হলেও এখন পার্বতী এবং দেবের সংসারের গল্পে বদলেছে। কিন্তু পার্বতী গ্রামের অশিক্ষিত মেয়ে। এমন অবস্থায় একটা দূরত্ব আছেই ওদের মধ্যে। কিন্তু ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রকে কাছাকাছি আনতে গিয়ে যা দেখানো হল তাতে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া।
আরও পড়ুন: গল্প করতে করতেই শুরু নাচ! শাহরুখ - রিহানার যুগলবন্দিতে জমল অনন্ত - রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান!
কী দেখানো হল তুমি আসে পাশে থাকলেতে?
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে দেব খুবই অসুস্থ। তার কোনও হুঁশ নেই। এমন সময় তার জ্ঞান ফেরাতে দেবের কাছাকাছি পার্বতী। নিজের শাড়ি জড়িয়ে দেয় দেবের গায়ে। ঘনিষ্ঠ হয়। এতেই নাকি দেব ঠিক হয়ে যাবে। এই ভিডিয়ো ভাইরাল হতে সকলে হাসতে শুরু করেছে। হচ্ছে জমিয়ে ট্রোল।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এটা কিভাবে সম্ভব? এভাবে যদি মানুষ সুস্থ হতো তাহলে আর ডাক্তার, ওষুধ লাগতো না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আজ এমন তাপ দেওয়ার মানুষ নাই বলে অসুস্থই রয়ে গেলাম।' আরেকজন লেখেন, 'এমন তাপ আমি চাই, এমন বউ কোথায় মেলে যে উৎপাত না করে উত্তাপ দেবে।' কেউ কেউ আবার লেখেন, 'পার্বতীর শরীরের তাপে সুস্থ হয়ে গেলো দেব কারণ এটা বাংলা সিরিয়াল।'
আরও পড়ুন: 'বেহায়া মহিলা একেবারে...' চাহালকে ছেড়ে কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ পোজ ধনশ্রীর, চটে লাল নেটপাড়া
তুমি আসে পাশে থাকলে প্রসঙ্গে
তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকটি স্টার জলসায় রাত আটটা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়কে।