২৪ ডিসেম্বর আত্মহত্যা করেন হিন্দি টিভি নায়িকা তুনিশা শর্মা। শনিবার ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সেটের ওয়াশরুমে আত্মঘাতী হন ২০ বছর বয়সী ওই অভিনেত্রী। ইতিমধ্যেই তুনিশা-র প্রাক্তন প্রেমিক শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেত্রীর মায়ের দাবি ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে শিজান তাঁর মেয়েকে। এবার এই নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু রায়া লাবিব। যার দাবি শুধুমাত্র সেক্সের জন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতেন শিজান। ৬ থেকে ১০ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল।
রায়া লাবিব মিডিয়াকে জানিয়েছেন, তুনিশার আগে যেই মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল শিজানের তাঁর সঙ্গে কথা বলে জানতে পেরেছিলেন অবসাদের জন্য তাঁর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছিল তাঁর। রায়ার দাবি নিজের যৌন লালসা মেটানোর জন্য আরও অনেক মেয়েকে ব্যবহার করেছেন শিজান। ভালোবাসা আর প্রতিশ্রতির নামে সবাইকে ঠকিয়েছে।
রায়ার দাবি, ‘শিজানের সুপরুষ চেহারা ও স্বভাবের কারণে মেয়েরা চট করে ওর প্রেমে পড়ত। আর শুধু সেক্সের জন্যই ও সম্পর্কে জড়াত। আমার মনে হয় তুনিশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। ওষুধ খেয়ে অ্যাবরশন করেছে।’
তুনিশার মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ১৫ দিন আগেই ব্রেকআপ হয়েছিল। যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের কাছে ষশিজানের নামে অভিযোগ আনেন তুনিশার মা। মিডিয়াকে জানান, ‘আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্কে ভেঙেছে শিজান। এর আগেও একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শিজানের। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে সম্পর্কে জড়ায়। তারপর তিন-চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেকআপ করে নেয়। পুলিশের কাছেও আমার আর্জি শিজানকে যেন ছেড়ে না দেওয়া হয়।’
আদালতের পক্ষ থেকে শিজান খানকে চারদিনের কাস্টেডিতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইপিসি-র ৩০৬ ধাায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশের কাছে জেরায় শিজান জানিয়েছেন, শ্রদ্ধা হত্যা মামলার খবর তাঁকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি ব্রেকআপ করার সিদ্ধান্ত নেন। সিজান নাকি তুনিশাকে জানিয়েছিলেন তাঁদের মধ্যে ধর্ম ও বয়সের ফারাক থাকার জন্য আলাদা হতে চান। কারণ শিজান মুসলিম আর তুনিশা হিন্দু। তাঁদের বয়সের ফারাকও ছিল অনেক। শিজান এবং তুনিশা একসঙ্গে ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’— একসঙ্গে কাজ করছিলেন।