তুনিশা শর্মার মৃত্যু মামলায় চলছে এখন দোষারোপ-পালটা দোষারোপের পালা। গত বছরের ২৪ ডিসেম্বর আলিবাবা-দাস্তান-এ-কবুলের সেটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন অভিনেত্রী। শটের ব্রেকের মাঝেই ঘটে এই কাণ্ড। তুনিশা মারা যাওয়ার পরই তাঁর প্রাক্তন প্রেমিকের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর মা। সাংবাদিক বৈঠকেও শিজান খানের নামে তুলেছেন একগুচ্ছ অভিযোগ। এবার পালটা অভিযোগ এল শিজানের তরফ থেকে।
এবার শিজানের পরিবার ও তাঁর আদালতের পক্ষ থেকে দাবি করা হল, মোটেও ভালো সম্পর্ক ছিল মা-মেয়ের। শিজানের উকিল জানালেন পবন শর্মা যিনি নিজেকে তুনিশার কাকা বলে দাবি করছেন, তাঁর সঙ্গে পরিবারের কোনও সম্পর্কই নেই। প্রশ্ন তোলা হল তুনিশার মা বনিতা ও পবনের সম্পর্ক নিয়ে। শিজানের তরফে দাবি উঠেছে তুনিশার মা আর এই ‘সো কলড’ কাকা অভিনেত্রীকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করত। এমনকী, তুনিশার টাকাপয়সার দিকটাও এরাই দেখত। মেয়েকে জোর করে কাজে পাঠাত। দাবি করা হয়েছে, তুনিশার কাছে মাঝেমধ্যে খাবার খাওয়ারও টাকা থাকত না।
শিজানের আইনজীবী দাবি করেছেন, ‘লকডাউনের পর বনিতা ও তাঁর ভুয়ো কাকা চণ্ডিগড় যেতে বলে। আর তুনিশা রাজি না হলে শ্বাসরোধ করার চেষ্টা করে, মোবাইল ভেঙে ফেলে। তুনিশা এসব নিজের শো-র পরিচালকের কাছে জানিয়েছিলেন, তখন যেখানে কাজ করছিলেন।’
এর আগে রিপোর্ট এসেছিল, শিজানের সঙ্গে বিচ্ছেদের পরই অবসাদ গ্রাস করেছিল তুনিশাকে। প্রয়াত অভিনেত্রীর মা দিন দুই আগেই মিডিয়াকে জানিয়েছেন, ‘আমি জানি না ১০-১৫ মিনিটের মধ্যে কী হয়েছিল। শিজানের মেকআপ রুমে এটি হয়েছে, ভগবান জানে ও আমার মেয়ের সঙ্গে কী করেছে। যেদিন ওদের ব্রেকআপ হয়, সেদিন শিজান তাকে চড় মেরেছিল। খুব কেঁদেছিল এতে তুনিশা। বারবার বলছিল ও আমাকে ব্যবহার করেছে। আমি শুধু জানতে চাই সেদিন কী ষড়যন্ত্র হয়েছিল, কোন ঘটনা তাঁকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিল। আমরা কথা বললাম এবং আধা ঘণ্টার মধ্যে কী এমন হল আমি জানি না। শিজানও ওকে নামিয়ে এনেছিল এবং ওরা সময়মতো অ্যাম্বুলেন্সও ডাকেনি। এটা খুনও হতে পারে। আমরা জানতে পেরেছি যে ১৫ মিনিট দেরি হয়েছে। শিজান হিজাব পরতেও বাধ্য করেছিল।’