বলিউডের অন্যতম খতনামা অভিনেতা জিতেন্দ্র চলচ্চিত্র জগতে নিজের ছাপ যেভাবে ফেলেছিলেন, তাঁর সন্তানরা বাবার মতো খ্যাতি অর্জন না করতে পারলেও চলচ্চিত্র জগতে নিজেদের ছাপ ফেলতে সক্ষম হয়েছেন। একদিকে যেমন একতা কাপুর পরিচালকের ভূমিকা যথাযথ পালন করছেন তেমন অন্যদিকে একজন নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তুষার কাপুর।
তুষার কাপুর যে সমস্ত সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তার মধ্যে রয়েছে গোলমাল রিটার্ন, গোলমাল এগেন, কেয়া কুল হে হাম থ্রি, গোলমাল থ্রি, ক্যায়া সুপার কুল হ্যায় হাম, ডার্টি পিকচার, মুঝে কুছ কেহেনা হে আরও অনেক সিনেমা। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে, অভিনেতার অভিনীত বেশিরভাগ সিনেমায় তাঁর চরিত্রটি হয় কমেডির। কিন্তু কেন?
আরও পড়ুন: ৭ সপ্তাহে ১৬.৫০ কোটি, বাংলা সিনেমার সবচেয়ে বড় ব্লকবাস্টার বহুরূপী! দেবের টেক্কার আয় কত
সম্প্রতি এই প্রসঙ্গে তুষার বলেন, ‘আমি মনে করি প্রযোজক বা পরিচালকরা আমার মধ্যে একজন কমেডিয়ানের সম্ভাবনা দেখেন, তাই একই রকম চরিত্রে আমাকে দিয়ে অভিনয় করেন। আমি একেবারেই এটি নিয়ে আফসোস করি না। একজন ভালো অভিনেতা হিসেবেই চরিত্রটিকে ফুটিয়ে তোলা আমার কাজ, আমি সেটাই করি।’
চলচ্চিত্রের পাশাপাশি তুষার এখন ওটিটি প্লাটফর্মেও বেশ ভালোই কাজ করছেন। তুষার অভিনীত যে দুটি সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে সেগুলি হল বু সাবকি ফাটেগি (২০১৯), পপ কৌন? (২০২৩)। এই দুটি সিনেমায় হাস্যকৌতুক চরিত্রে অভিনয় করেছিলেন তুষার কাপুর।
আরও পড়ুন: জন্মশতবর্ষে এল সুখবর! মহম্মদ রফির বায়োপিক আনছেন ছেলে, পরিচালনায় কে?
আরও পড়ুন: মণিপুরে সেই মহাকাব্যিক বিয়ের জন্মদিন, স্ত্রী লিনের সঙ্গে পিয়ানো শিখে দিন কাটালেন রণদীপ
কোনটি এগিয়ে সিনেমা নাকি OTT?
ওটিটি এবং সিনেমার তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা সব সময় আমার কাছে প্রথম পছন্দ, তবে ওটিটি- তে কাজ করাও একটি অসাধারণ অভিজ্ঞতা। এক কথায় সিনেমা যদি মুকুট হয় তাহলে ওটিটি প্ল্যাটফর্ম সেই মুকুটের একটি পালক। তবে সিনেমাহলে গিয়ে আপনি দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখতে পাবেন যা হয় না ওটিটি প্লাটফর্মে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ যে প্রতিক্রিয়া দেয়, তা আদৌ বিশ্বাস করা কঠিন।’
তিনি আরও বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে সফলতার কোনও মাপকাঠি নেই, বক্স অফিসের মারামারি নেই, অর্থাৎ চাপ অনেক কম। তবে সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না ওটিটি প্লাটফর্মের। উভয়েরই ভালো-মন্দ দুটোই রয়েছে, আপনি কোনটি বেছে নেবেন সেটা আপনার ওপর নির্ভর করে।’