১৩ জুলাই, শনিবার সকলে যখন আম্বানিদের অনুষ্ঠানে ব্যস্ত। তখন সেই সন্ধ্যেতেই সেরা কাজের জন্য় পুরস্কৃত হলেন বাংলার টেলি তারকারা। 'টেলি আড্ডা' অ্যাওয়ার্ড-এ পাওয়ার প্যাকড পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন আরাত্রিকা মাইতি। সৌজন্যে ‘মিঠি ঝোরা’ ধারাবাহিক। অন্যদিকে, ভার্সেটাইল অভিনেতা হিসাবে পুরস্কৃত হয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সৌজন্যে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক।
এদিকে আবার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের জন্যই সেরা সহ-অভিনেতা হিসাবে পুরস্কৃত হয়েছেন অভিনেতা প্রারব্ধি সিংহ। পুরস্কার নেওয়ার পর তিন অভিনেতা আরাত্রিকা মাইতি, দিব্যজ্যোতি দত্ত ও প্রারব্ধি সিংহকে একসঙ্গে 'জামাল কুদু' গানে মাথায় ট্রফি নিয়ে জমিয়ে নাচতে দেখা গেল। বোঝাই গেল, এই পুরস্কার পেয়ে তাঁরা বেজায় খুশি। তবে এখানে 'জামাল কুদু' গানের সুরের সঙ্গে কথা বদলে ‘তেলে ভাজা চানাচুর’এর মতো নানান মজাদার শব্দ বসিয়ে দিলেন দিব্যজ্যোতি। আর সেই মজাদার মুহূর্তটিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘অনুরাগের ছোঁয়া’র 'সূর্য'। প্রসঙ্গত, টেলিপর্দায় একে অপরের প্রতিপক্ষ হিসাবে অভিনয় করছেন দিব্যজ্যোতি ও প্রারব্ধি। এই নাচই প্রমাই করে, বাস্তবে কিন্তু তাঁরা বন্ধু।
আরও পডুন-আম্বানিদের বউমা হলেন, তবু বিদায় অনুষ্ঠানে কেঁদে ভাসালেন রাধিকা, চোখে জল কেন মুকেশ আম্বানির?
এদিকে দিব্যজ্যোতির পোস্ট করা এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বহু নেটিজেনই এই তিন তারকাকে পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ আবার দিব্যজ্যতির মুখে জামাল কুদু গানে 'তেলে ভাজা চানাচুর' কথা বসানো দেখে না হেসে থাকতে পারেননি। কেউ আবার পর্দার দুই প্রতিপক্ষ জয় ও সূর্য (প্রারব্ধি সিংহ ও দিব্যজ্যোতি দত্ত)কে একসঙ্গে দেখে বেশ খুশি হয়েছেন। কেউ লিখেছেন, ‘ওরে টেলি আড্ডা করলো কি? আমার তিন তিন জন পছন্দের অভিনেতা-অভিনেত্রী একসাথে। আবার এরা একে অপরের প্রতিপক্ষ। জোস’। কারোর মন্তব্য, ‘এখানে নাচে কিন্তু সূর্য দিব্যজ্যোতিই ফার্স্ট’।
প্রসঙ্গত, 'টেলি আড্ডা'তে সেরা অভিনেতা (পুরুষ) হয়েছেন অভিষেক বোস (ফুলকি), সাহেব ভট্টাচার্য, (কথা)। সেরা অভিনেত্রী (মহিলা) হয়েছেন অঙ্কিতা মল্লিক (জগধাত্রী) সুস্মিতা দে, (কথা), উল্লেখযোগ্য পারফর্মার (পুরুষ)- অর্কপ্রভ রায় (তোমাদের রানি),উল্লেখযোগ্য পারফর্মার (মহিলা)- দিব্যানী মণ্ডল (ফুলকি), পাওয়ার-প্যাকড পারফর্মার-আরাত্রিকা (মিঠিঝোরা), হিয়া দে (গীতা এলএলবি), সর্বাধিক জনপ্রিয় মুখ হিসাবে পুরস্কৃত পল্লবী শর্মা (নিম ফুলের মধু), রুবেল দাস (নিম ফুলের মধু), শ্বেতা ভট্টাচার্য (কোন গোপনে মন ভেসেছে) সেরা নবাগতা- অভীকা মালাকার (তোমাদের রানি), বছরের নতুন মুখ- কুণাল শীল (গীতা এলএলবি), সেরা পার্শ্ব অভিনেতা- (পুরুষ) প্রারব্ধি সিংহ (অনুরাগের ছোঁয়া), সেরা পার্শ্ব অভিনেতা (মহিলা)- ঋতু রাই (জগধাত্রী), সর্বাধিক বহুমুখী অভিনেতা (পুরুষ)- দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়া), সর্বাধিক বহুমুখী অভিনেত্রী (মহিলা)র হিসাবে পুরস্কার পেয়েছেন রূপসা চক্রবর্তী (জগধাত্রী)।