টিভি অভিনেতা জুটি মাহি ভিজ আর জয় ভানুশালি বৃহস্পতিবার থানায় যান বাড়ির রাঁধুনী তাঁদের ও তাঁদের একমাত্র মেয়ে তারাকে খুনের হুমকি দিলে। মাহি এই নিয়ে পরপর কটা টুইটও করেছিলেন নিজের অভিজ্ঞতা জানিয়ে, যদিও পরে তা মুছে ফেলেন। যদিও হুমকির কথা মেনে নিয়েছেন মাহি এক সাক্ষাৎকারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাহি টুইট করেন তিনি ও জয় একদিন আগেই যে রান্নার লোক রেখেছিলেন, সে তাঁদের বাড়ি থেকে চুরি করছিল। মাহি নিজের টুইটে আরও দাবি করেছিলেন বেলে সেই অভিযুক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সঙ্গে মাহির দাবি ছিল ওই রাঁধুনী ছুড়ি দিয়ে তাঁকে আঘাত করার ভয়ও দেখিয়েছে।
ETimes-কে মাহি জানিয়েছেন, ‘মাত্র ৩ দিনেই আমরা বুঝে গিয়েছিলাম ও চুরি করছে। আমি জয়কে সবটা জানানোর জন্য অপেক্ষা করছিলাম। জয় বাড়ি এসে টাকা মিটিয়ে লোকটাকে ছাড়িয়ে দিতে চায়। কিন্তু ওই লোকটা চায় ওকে গোটা মাসের টাকা দেওয়া হোক। জয় রাজি না হলে হুমকি দেয়, ‘২০০ বিহারী নিয়ে দাঁড় করিয়ে দেব’। লোকটা মদ খেয়ে আমাদের হমকি দিতে থাকে। আমরা পুলিশে যাই। আমি নিজের জন্য ভয় পাই না, আমার ভয় শুধু মেয়েকে নিয়ে।’
পুলিশ সূত্রে খবর, মাহি-জয় থানায় গেলে ওই রান্নার লোককে গ্রেফতার করা হয়। যদিও পরে জামিনে ছেড়ে দেওয়া হয়। মাহি নিজের সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি যখন পুলিশ স্টেশনে গিয়েছি, তখনও লোকটা আমাকে ফোন করে যাচ্ছে। সব রেকর্ডিংসও আমার কাছে আছে। চারিদিকে যা হচ্ছে, খুব ভয় লাগছে। কী হ যদি আমাকে কুপিয়ে দেয়? আমার সঙ্গে কিছু হলে তো মানুষ পরে প্রতিবাদ করবে, তার আগে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই যাবে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে খুব ভয় পাচ্ছি। বেল পেয়ে ছাড়া পাওয়ার পর সে যদি লোক জড়ো করে আমাদের উপরে হামলা করে তখন কী হবে?’
মাহি ভিজ আর জয় ভানুশালি দু'জনেই টিভির চেনা মুখ। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা, ২০১৯ সালে জন্ম হয় মেয়ে তারার।