মাত্র ৩৫ বছরেই থেমে গিয়েছে জীবন। বৃহস্পতিবার সকালে মুম্বইতে অভিনেতার বাড়িতেই উদ্ধার হয় নীতিন চৌহানের দেহ। শুক্রবার, প্রথমিকভাবে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল ‘আত্মহত্যা’ করেছেন তাঁদের ছেলে। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত? কী জানাচ্ছে পুলিশ?
ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ জানাচ্ছে, মানসিক অবসাদের কারণেই এমন পদক্ষেপ করেছেন নীতিন সিং ওরফে চৌহান। জানানো হচ্ছে, গত ৩-৪ বছর ধরে কোনও কাজ পাচ্ছিলেন না নীতিন। এরপর তিনি আইসক্রিমের ব্যবসাও শুরু করেন, তবে সেটাও চলেনি। সেকারণেই মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছিল বলে নিশ্চত করেছেন অভিনেতার স্ত্রী।
আরও পড়ুন-যেন অশ্বমেধের ঘোড়া! দেশব্যাপী কত আয় করল ‘বহুরূপী’? কোথায় দাঁড়িয়ে ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’?
আরও পড়ুন-হিন্দিতে দাদাগিরি ২ বিজয়ী অভিনেতার মৃত্যু, ৩৫-এই চলে গেলেন নীতিন, ঠিক কী ঘটেছিল?
জানানো হয়, বৃহস্পতিবার নীতিন যখন গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন, সেসময় বাড়িতে উপস্থিত ছিলেন না তাঁর স্ত্রী ও একমাত্র কন্যা। এরপর বাড়ি ফেরার পর নীতিন যখন দরজা খুলছিলেন না, সেসময় প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন অভিনেতার স্ত্রী। নীতিনকে বিছানার পাশেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নীতিনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় দিন্দোশি পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে বলে খবর।
এদিকে এই ঘটনায় সুশান্ত কাণ্ডে ছায়া দেখছেন অনুরাগীরা। সুশান্তের মৃত্যুও মানসিক অবসাদের কারণেই ঘটেছিল বলে দাবি করা হয়। যদিও এখনও সেই ঘটনার তদন্ত চলছে।নীতিন চৌহানের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করেন সহকর্মী, অভিনেতা সুদীপ সাহির, বিভূতি ঠাকুর সহ অন্যান্যরা।
অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি হিন্দি রিয়েলিটি শো দাদাগিরি ২ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে। তবে শেষবার তিনি ২০২২ সালে 'তেরা ইয়ার হুঁ'তে অভিনয় করেছিলেন। তবে তারপর থেকে আর কাজ পাননি নীতিন, এমনটাই দাবি করা হচ্ছে।