বহুদিন ধরেই টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের নতুন প্রেমর জল্পনা ছিল তুঙ্গে। শোনা গিয়েছিল, অক্টোবর মাসেই বাগদান ও আইনি বিয়ে সারবেন ‘খড়কুটো’র ‘চিনি’। আর এই বিয়েতে পাত্র হল শুভ্রজিৎ সাহা। সেই মতোই ৩অক্টোবর শুভদিনে বাগদান সেরে ফেললেন শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা। যদিও তাঁরা এদিন আইনি বিয়েও সেরে ফেলেছেন কিনা, সেটা স্পষ্ট নয়।
৩ অক্টোবর, শুক্রবার শহরের এক ৫ তারা হোটেলে বসেছিল শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কার বাগদানের আসর। এদিন সাদা লেহেঙ্গায় সেজে ছিলেন প্রিয়াঙ্কা। আর শুভ্রজিৎ-এর পরনে ছিল কালো টাক্সিডো। একে অপরের হাত ধরে এদিন অনুষ্ঠানস্থলের দিকে হাঁটতে দেখা যায় শুভ্রজিৎ-প্রিয়াঙ্কাকে। সেসময় প্রিয়াঙ্কার দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছিলেন না শুভ্রজিৎ। হবু বরের বুকের উপর হাত রেখে তাঁকে কানে কানে কিছু কথা প্রিয়াঙ্কা বলতেই হেসে উঠলেন শুভ্রজিৎ। টেলি দম্পতির বাগদানের এমনই কিছু মুহূর্ত উঠে এসেছে টলিউড ভিশনের ক্যামেরায়।
প্রসঙ্গত, শুভ্রজিৎ সাহার আগে সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা মিত্র। খড়কুটো ধারাবাহিক থেকে শুরু হয়েছিল দুজনের প্রেম। তবে সম্পর্কের মেয়াদ বছর ঘোরার আগেই ছাড়াছাড়ি হয় দুজনের। বছর দুই আগেই সায়ন্ত মোদকের সঙ্গে প্রিয়াঙ্কা মিত্রের বিচ্ছেদের খবর মিলেছিল। প্রসঙ্গত. প্রিয়াঙ্কার প্রাক্তন সায়ন্তর একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শুভ্রজিৎ।
বছর দুই আগেই সায়ন্ত মোদকের সঙ্গে প্রিয়াঙ্কা মিত্রের বিচ্ছেদের খবর মিলেছিল। খড়কুটো ধারাবাহিক থেকে শুরু হয়েছিল দুজনের প্রেম। তবে সম্পর্কের মেয়াদ বছর ঘোরার আগেই ছাড়াছাড়ি হয় দুজনের। তবে অভিনেত্রী যে নতুন প্রেমে পড়েছেন, তার আভাস মিলেছিল দিদি নম্বর ১-এর এপিসোডেই। দাদাই ফাঁস করেছিল, বোনের নতুন প্রেমের কথা। জানা যায়, রাখি বন্ধনের বন্ধন অর্থাৎ শুভ্রজিৎ সাহা-র প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা। পরে শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা নিজেরাই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেন।
প্রেমের আনন্দে সেসময় ডগমগ ‘চিনি’ প্রিয়াঙ্কা প্রকাশ্যেই জানিয়েছিলেন তাঁর জীবনে আসা ভালোবাসার কথা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সবাই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বিষয়টি জানতে পেরেছেন ঠিকই, তবে তাঁদের সম্পর্কের বয়স অনেকদিনের। তবে এখন এর থেকে বেশি বলতে চান না বলেই জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে, ছদ্মবেশী' ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে টেলিপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। তবে তিনি সেই কাজ মাঝপথেই ছেড়ে দেন। সেসময় অভিযোগ ছিল, তাঁকে সেটে উত্যক্ত করা হত, আবেদনমূলক মেসেজ পাঠানো হত। যেকারণে তিনি কাজ ছেড়ে একটা লম্বা সময় বাড়িতে বসে ছিলেন। পরে সেই লড়াই থেকে বেরিয়ে ফেরেন খড়কুটো-তে কাজ শুরু করেন। এরপর ‘অষ্টমী’ ধারাবাহিকে 'মাধবীলতা' চরিত্রেও অভিনয় করেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে ‘রাখি বন্ধন’-এর বন্ধন চরিত্র দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন শুভ্রজিৎ সাহা। পরে তাঁর ঝুলিতে ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘নয়নতারা’র মতো জনপ্রিয় ধারাবাহিক। ‘কনস্টেবল মঞ্জু’ ধারাবাহিকে অভিনয় করছেন শুভ্রজিৎ।