বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivian Dsena Marriage: লুকিয়ে মিশরীয় কন্যের সঙ্গে দ্বিতীয় বিয়ে টিভি অভিনেতা ভিভিয়ানের! চিনুন পাত্রীকে

Vivian Dsena Marriage: লুকিয়ে মিশরীয় কন্যের সঙ্গে দ্বিতীয় বিয়ে টিভি অভিনেতা ভিভিয়ানের! চিনুন পাত্রীকে

লুকিয়ে বিয়ে করেছেন ভিভিয়ান?

মিশরীয় প্রেমিকা নওরান আলির সঙ্গে ভিভিয়ান ডিসেনা লুকিয়ে বিয়ে করেছেন বলে খবর। বছরখানেক ধরে তাঁরা একসঙ্গে থাকছেন বলেও শোনা যাচ্ছে। 

‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’, ‘মধুবালা’ ‘শক্তি - অস্তিত্ব কে এহশাস কী’-খ্যাত টেলিভিশন অভিনেতা ভিভিয়ান ডিসেনা লুকিয়ে বিয়ে করেছেন বলেই খবর। বরাবরই তিনি ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। তবে তাঁর প্রেম জীবন সবসময়ই আলোচনার বিষয়। অভিনেত্রী বাহবিজ দোরাবজী-র সঙ্গে বিচ্ছেদের পর নওরান আলি নামের মিশরীয় সাংবাদিকের সাথে ডেটিং শুরু করছিলেন তিনি। এখন রিপোর্ট বলছে যে এই দম্পতি গোপনে গাঁটছড়া বেঁধেছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে একটি সূত্রের উল্লেখ করে বলা হয়েছে, ‘ভিভিয়ান মিশরেই নওরানের সঙ্গে বিয়ে করেছিলেন। তাদের একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান ছিল।’

নবদম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বর্তমানে মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকায় বসবাস করছেন বলে জানা গিয়েছে। তাঁদের বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে অন্য একটি সূত্র একই পোর্টালকে জানিয়েছে, ‘দুজনে এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে বসবাস করছেন। বিয়ে না করে একসঙ্গে থাকার কথা ভাবতেও পারেন না ওল্ড স্কুল ভিভিয়ান।’ আরও পড়ুন: প্লেনের মেঝেতেই বসে পড়লেন সৌরভ দাস, বিব্রত বিমান সেবিকা! কীসে এত গোসা হল?

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, অভিনেতা নওরানের সঙ্গে তাঁর বিয়ের গুজবের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এই বিষয়ে প্রশ্ন করা হলে ভিভিয়ান সাংবাদিকদের সাফ জানিয়ে দেন যাতে তাঁর জনসংযোগ দলের সঙ্গে যোগাযোগ করে, যারা এই বিষয়কে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। আরও পড়ুন: ‘মা-বাবাকে হারানোর থেকে বড় আর কিছু হয় না’, ঋষির চলে যাওয়া নিয়ে বললেন রণবীর

<p>নওরান আলির সঙ্গে ভিভিয়ান। </p>

নওরান আলির সঙ্গে ভিভিয়ান। 

যাই হোক, এই খবর খুব একটা অবাক করেনি ভিভিয়ানের পরিচিতদের। এই অভিনেতা আগেই স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি বিয়ে করলেও তা নিজের কাছেই রাখবেন। ‘বিয়ে একটি ব্যক্তিগত বিষয় এবং সেটি তেমনই থাকা উচিত... আমি সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারে কোনও ঘোষণা দেব না।’ গত বছরই এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন তিনি।

ভিভিয়ান এর আগে তাঁর ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি'র সহ-অভিনেতা বাহবিজকে বিয়ে করেছিলেন। ২০২১ সালে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন