আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ চলছেই। আম জনতা থেকে তারকা সকলেরই একটাই দাবি, ‘নির্যাতিতার বিচার চাই’। গত রবিবার বিচার চেয়ে পথে নেমেছিল সিনেমাপাড়া। আর এবার বিচারের দাবিতে পথে নামতে চলেছেন ছোটপর্দার তারকারা। আগামী ২৫ অগস্ট ইন্দ্রপুরী স্টুডিয়ো তে এক হওয়ার কথা ছোটপর্দার সমস্ত কলাকুশলীদের।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ টেলি তারকার তরফে এই পোস্ট করা হয়েছে। সেই পোস্ট থেকেই জানা যাচ্ছে, ২৫ অগস্ট, সমস্ত ইন্দ্রপুরী স্টুডিয়ো থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল হবে সন্ধ্যে ৬টায়। এদিকে আরজি কর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই ১২ দিন পার হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে ঘটনার তদন্তভার গিয়েছে CBI-এর হাতে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বেও রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে হাসপাতালে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের।
এদিকে গত রবিবার সিনেমাপাড়ার মিছিলে উপস্থিত ছিলেন টলিপাড়ার বেশিরভাগ তারকারা। মিছিলে হাঁটেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্রস ইশা সাহা, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, ঋত্বিক চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, রেশমি সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, সৃজিত মুখোপাধ্যায়, শান্তিলাল চট্টোপাধ্যায়, পাওলি দাম, ফ্যাশান ডিজাইনার অভিষেক রায় সহ আরও অনেকেই।
আর এবার টেলি তারকারা পথে নামতে চলেছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের মানুষ গর্জে উঠেছেন। ৮ থেকে ৮০, সবাই পথে নেমেছেন এই নৃশংস ধর্ষণ ও খুনের বিচার চেয়ে। অবশ্য শুধু বাংলা নয়, গোটা দেশেই এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদ চলছে বিদেশের মাটিতেও।