বাংলা নিউজ > বায়োস্কোপ > Anwesha Hazra: পুরনো ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন 'ঊর্মি' অন্বেষা, কী করেছিলেন অভিনেত্রী

Anwesha Hazra: পুরনো ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন 'ঊর্মি' অন্বেষা, কী করেছিলেন অভিনেত্রী

অকপট 'ঊর্মি' অন্বেষা

Anwesha Hazra: সদ্য শেষ হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। সেখানে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা ওরফে ঊর্মি। পুরনো এক ভুল স্বীকার করে অকপট অভিনেত্রী। করলেন দুঃখ প্রকাশ-

সময়ের সঙ্গে জীবন পালটায়। জীবনের নানা অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা। চেনা পরিচিতদের গণ্ডিটা ক্রমশও বাড়ে। তবে ছোটবেলার ফেলে আসা স্মৃতিগুলো এখনও আমাদের অনেকের কাছেই অমলিন। পুরনো স্কুল বা হস্টেলের সামনে দিয়ে গেলে যেন নস্ট্যালজিক হয়ে পড়ি অনেকেই। তেমনই ছেলেবেলার একটা মিষ্টি অভিজ্ঞতার কথা নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’ অভিনেত্রী অন্বেষা হাজরা ওরফে ঊর্মি।

ইনস্টাগ্রামের পাতায় পুরনো স্কুলের এক দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর ঊর্মি। ছবিটি শেয়ার করে স্কুলের স্মৃতি হাতড়েছেন তিনি। অন্বেষা লিখেছেন, ‘চিকেন পকোড়া টু চেরি কফ্ কিংবা মামা ভুজিয়া টু মুভ ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই একজন মানুষই ভরসা ছিলেন। কনিকাদি। কনিকাদির হাত ধরে হস্টেল থেকে বেড়িয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হত পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওনার বকুনির ভয়ে কম শরীর খারাপ করত। নাহ খুব মিস করি আপনাকে’।

আরও পড়ুন: 'বাবাকে দেখে শিখলাম, কীভাবে একটা ‘চরিত্র’..', 'কাবেরী অন্তর্ধান' দেখে অকপট ঋদ্ধি

অভিনেত্রী আরও লেখেন, ‘আজ প্রায় দশ বছর হয়ে গেল ওঁর সেই বিখ্যাত বকুনি খুব মনে পড়ে। আর সেদিনও প্রায় ১২ বছরের পুরনো অপরাধ আপনার কাছে স্বীকার করতে পারিনি। ক্লাস টেনে পড়ার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরও কয়েক জন মিলে আমরা, আপনার অনুপস্থিতিতে আম পারার লগা দিয়ে আপনার ঘর থেকে কাচঘরের চাবি চুরি করে ছিলাম টিভি দেখব বলে। দুঃখিত’।

সদ্য শেষ হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। সেখানে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অন্বেষা হাজরা ওরফে ঊর্মি। পর্দার বাইরে বেশ খোলামেলা মেজাজের প্রাণোচ্ছ্বল মেয়ে অন্বেষা। তবে জি বাংলার রিয়ালিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে অভিনেত্রীর বাবা অভিজিৎ হাজরা ফাঁস করেছিলেন অন্বেতা নাকি বেশ একগুঁয়। তাঁকে যত্ন করে যুক্তি দিয়ে কোনও কিছু না বোঝাতে হয়, নইলে সে চট করে তা বুঝতে চায় না।

কর্মসূত্রে এখন কলকাতাতেই থাকেন অন্বেষা। ইতিমধ্যেই বেশ অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী। ঊর্মির চরিত্রে তাঁর সাবলীল অভিনয় অনেকেরই প্রিয়। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পর আবার কী ভাবে তিনি ধরা দেন, তা তো সময় বলবে।

 

বন্ধ করুন