বাংলা নিউজ > বায়োস্কোপ > Bidisha Chakraborty: ‘মেকআপ করার নামে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে?’ রূপটান শিল্পীর বিরুদ্ধে বিস্ফোরক বিদিশা চক্রবর্তী

Bidisha Chakraborty: ‘মেকআপ করার নামে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে?’ রূপটান শিল্পীর বিরুদ্ধে বিস্ফোরক বিদিশা চক্রবর্তী

দিদি বিদিপ্তা ও বোন সুদীপ্তার সঙ্গে বিদিশা

বিদিশা প্রশ্ন তুলে লিখেছেন, ‘প্রায় ৫০ বছর বয়সে এসেও পুরুষ সহকর্মীর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে? সেই পুরনো মুখ এখনো মুখোশ পরে মেকআপ করার নামে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে? …এর জবাব কে দেবে? টেকনিশিয়ানস গিল্ড, ফেডারেশ কিচ্ছু জানে না?’

ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গেই তাঁর ওঠাপড়া। তবে বিয়ের পর অভিনয় দুনিয়া থেকে ১৪ বছরের বনবাস নেন বিদিশা চক্রবর্তী। প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মেজ মেয়ে হলেন বিদিশা। হ্যাঁ, ঠিকই ধরেছেন সম্পর্কে তিনি বিদিপ্তা চক্রবর্তীর বোন, সুদীপ্তা চক্রবর্তীর দিদি তিনি।

নিশ্চয় ভাবছেন হঠাৎ কেন বিদিশা চক্রবর্তীর কথা বলছি?

তাহলে খোলসা করেই বলা যাক, বর্তমানে আরজিকর কাণ্ডের জেরে উত্তাল গোটা শহর। পথে নেমেছেন দুই বোন বিদিপ্তা ও সুদীপ্তা চক্রবর্তীও। শুরু থেকেই এই ঘটনার প্রতিবাদে সরব তাঁরা। এবার মুখ খুললেন বিদিশাও। এদিকে আরজি কর কাণ্ডের রেশ ধরে টলি-ইন্ডাস্ট্রির অন্দরে যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি এক অভিনেত্রী স্টুডিয়ো পাড়ার এক মেকআপ শিল্পীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অভিযোগ ছিল, মেকআপের অছিলাম ওই মেকআপ শিল্পী খারাপভাবে স্পর্শ করে। এই ঘটনা সামনে আসার পর এবার বিদিশাও ফেসবুকের পাতায় নিজের ক্ষোভ উগরে দিলেন।

ঠিক কী লিখেছেন বিদিশা?

অভিনেত্রী লেখেন, ‘ছোট থেকে অনেকগুলো বছর ফিল্ম/টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছি। ১৪ বছর অন্য শহরে থাকার পর ফিরে এসেও কাজ করেছি। এখন প্রায় ৫০ বছর বয়সে এসেও পুরুষ সহকর্মীর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে?’ বিদিশা প্রশ্ন তুলে লিখেছেন, ‘সেই পুরনো মুখ এখনো মুখোশ পরে মেকআপ করার নামে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে? এত বছরেও পাল্টালো না? আমার একটাই প্রশ্ন, শুধুমাত্র মহিলা বলেই কি আমরা কাজের জায়গাতেও সুরক্ষিত থাকতে পারবো না? এর জবাব কে দেবে? টেকনিশিয়ানস গিল্ড, ফেডারেশ কিচ্ছু জানে না? নাকি জেনেও না জানার ভান করেন? গরীব টেকনিশিয়ান-এর পেটে লাথি না মারার বাহানায় আর কতদিন মহিলাদের বুকে ধাক্কা খেতে হবে?’

বিদিশা চক্রবর্তীর ফেসবুক পোস্ট
বিদিশা চক্রবর্তীর ফেসবুক পোস্ট

বিদিশার এই সোজা-সাপটা কথায় তাঁর সমর্থনে সুর চড়িয়েছেন বহু নেটিজেন। প্রসঙ্গত টলিপাড়ার এক অভিনেত্রী সম্প্রতি এক মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন। তাঁর অভিযোগ ছিল অভিনেত্রীর মেকআপ করার অছিলায় ওই রূপটানশিল্পী অভিনেত্রীর শরীর এমনভাবে স্পর্শ করছিলেন, যাতে তিনি অস্বস্তি বোধ করেন। তাঁর অভিযোগ গত ১৫ বছর ধরে তিনি ওই রূপটান শিল্পীকে চেনেন, তাঁর থেকে এধরনের আচরণ তিনি আশা করেননি। এদিকে শোনা যাচ্ছে এমন অভিযোগ ওঠার পরই নাকি ফেডারেশনের তরফে ওই মেকআপ শিল্পীকে ডেকে পাঠানো হয়। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মান্যতাকে বিয়ের ১৬ বছর পর ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, পাত্রী কে? ‘‌শুদ্ধিকরণ হলে সর্বত্র হোক’‌, ডাক্তারদের গোপন কীর্তি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ ‘বন্ধু চল বলটা দে,রাখব হাত তোর কাঁধে…’ফেডেরারের পথে হেঁটে টেনিসকে বিদায় নাদালের… অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার স্নিগ্ধা, হাত ধরে বসে ‘ভালোবাসার মানুষ' দেবাশিস কোথাও সাবেকিয়ানা, কোথাও থিমের কারিগরি:দেখুন দক্ষিণ কলকাতার বিখ্যাত মণ্ডপ-মূর্তি আর ৩ দিন পর শুক্রের বৃশ্চিকে প্রবেশ, ৩ রাশি হবে দুর্বিষহ কষ্টের সন্মুখীন নবরাত্রিতে দুঃস্থ শিশুদের সঙ্গে জিৎ-পুত্রর খেলা! দেবীর আরাধনায় মানবসেবা ‘বস’-এর পাশে চার নির্দল বিধায়ক, জম্মু-কাশ্মীরে কংগ্রেসকে ছাড়াই সরকার গড়তে পারবে এনসি দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত নয়, পুলিশ কর্মীদের বার্তা দিলেন নগরপাল ভারতকে হারানোর ছক! চুপিসাড়ে মুম্বইতে অনুশীলন এক ইনিংসে ১০ উইকেট নেওয়া আজাজের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.