২০১৯ সালে কলকাতায় বেশ ধুমধাম করে রাজীব সেনের গলায় মালা দিয়েছিলেন চারু আসোপা। ভাইয়ের বিয়েতে হাজির ছিলেন সুস্মিতা সেন নিজেও। শোনা যায় বিয়ের পর থেকেই নাকি অশান্তি লেগেই ছিল চারু-রাজীবের সংসারে। এরপর ২০২১ সালে করোনা আর লকডাউনের মাঝেই মেয়ে জিয়ানার জন্ম দেন চারু। তবে মেয়ে হওয়ার পরেও দুজনের সম্পর্কের দূরত্ব কমেনি, বরং তা আরও বেড়েছে।
২০২২ সালে তাঁরা একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অফিসিয়ালি। তবে তার কিছু মাস পরেই ইনস্টাগ্রামে একসঙ্গে ফোটোশেয়ার করে ফের জানান, নিজেদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে চান। এবারেও মাসখানেকেই নষ্ট হয়ে যায় সবটা। এবার প্রকাশ্যে চারু-রাজীব এতে-অপরের নামে আনেন নানা অভিযোগ। তাতে রয়েছে গায়ে হাত তোলা থেকে সংসারের প্রতি দায়িত্বহীন ব্যবহার, মেয়েকে দেখিয়ে ইউটিউবে ভিউ বাড়ানোর মতো নানা ধরনের কথা।
সে যাই হোক, আপাতত চারু ব্যস্ত নতুন ফ্ল্যাটে যেতে। আর তার আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা সেনের ভাইয়ের বউ জানালেন মুম্বইয়ের মতো জায়াগায় এখনও মহিলাদের একা ফ্ল্যাট দিতে চায় না অনেকেই। আর বিশেষ করে সেই মা যদি ‘সিঙ্গেল মাদার’ হয় আর পেশায় অভিনেত্রী।
মেরে অঙ্গনে ম্যায়-খ্যাত চারু-র কথায়, ‘মুম্বইতে নতুন বাড়ি খুঁজে সেখানে শিফট করা মুখের কথা না। অনেকদিন ধরেই বাড়ি খুঁজছিলাম। এই রোদে বেরিয়ে বেরিয়ে ফ্ল্যাট দেখেছি নিয়মিত। খুব কষ্টকর ছিল ব্যাপারটা।’
অভিনেত্রী জানান, বাড়ি খুঁজে পাওয়া সহজ ছিল না কারণ তিনি একজন অভিনেত্রী ও একা মা। তাই অনেকেই তাঁকে ফিরিয়ে দিয়েছে। চারু তাই প্রশ্ন তোলেন, মুম্বইয়ের মতো জায়গায় অভিনেত্রীরা যদি থাকার জায়গা না পায় তাহলে কোথায় পাবে তারা?
চারু জানান, ‘আমার একটি ফ্ল্যাট পছন্দ হয়। কিন্তু ওরা খুব রক্ষণশীল। আমাকে ভাড়া দিতে চায়নি। যখনই জানতে পেরেছে আমি সিঙ্গেল মাদার ১৫ মাসের মেয়ে নিয়ে একা থাকব অসন্তুষ্ট হয়েছ।’
চারু আরও জানান এখন যে ফ্ল্যাটে তাঁরা থাকেন তা ১ বিএইচকে-র। প্রথম দিকে ভেবেছিলেন জিয়ানাকে নিয়ে থাকতে এক কামরার ফ্ল্যাটে কোনও সমস্যা হবে না। কিন্তু বর্তমানে স্পেসের সমস্যা দেখা দিয়েছে। তাই একটু বড় ফ্ল্যাট খুঁজছেন তিনি। আপাতত একটি ২ বিএচকে ফ্ল্যাটে ভাড়া যাচ্ছেন। এর আগে চারু জানিয়েছিলে সিঙ্গেল মাদার হয়ে ‘খোলামেলা পোশাক’ পরায় তাঁকে কটাক্ষ শুনতে হয়। কীভাবে সবাই তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)