বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সৈরিতি বন্দ্যোপাধ্যায়। নাগলীলা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নায়িকা। এরপর ‘ঠিক যেন লাভ স্টোরি’-র সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। নীল ভট্টাচার্য-সৈরিতি বন্দ্যোপাধ্যায়ের জুটি আজও ভুলতে পারেনি দর্শক। পরবর্তী সময়ে ‘বাক্সবদল’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে।
কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ২০১৪ সালে রোহিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৈরিতি। এবং করোনা আবহে গত বছর জুন মাসে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বাক্সবদলের টিপ। সৈরিতি মেয়ের নাম রেখেছেন দিবিজা। মাতৃত্বকালীন ছুটি শেষে এবার কাজে ফেরবার পালা। লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কামব্যাক হচ্ছে সৈরিতির। দেশের মাটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকের বিলেত ফেরত মর্ডান মেয়ের চরিত্রে অভিনয় করবেন সৈরিতি। তাঁর বাবার ভূমিকায় থাকছেন শঙ্কর চক্রবর্তী। দর্শকরাও মুখিয়ে রয়েছেন নতুন করে সৈরিতিকে ছোট পর্দায় দেখার জন্য।
এই ধারাবাহিকে কিছুদিন আগেই কিয়ান ও নোয়ার শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে। তবে এরপরই সিরিয়ালের লিডিং লেডি শ্রুতি দাস করোনা আক্রান্ত হয়ে পড়ায়, গল্পে মোড় কিছুটা ঘোরাতে বাধ্য হয়েছিলেন ক্রিয়েটিভরা। এখন অবশ্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন শ্রুতি। কিয়ান-নোয়ার সম্পর্কের মাঝে কী টুইস্ট আসবে সৈরিতির আগমনে তা জানতেই মুখিয়ে রয়েছে দর্শক। প্রমো বলছে সিরিয়ালে কিয়ানের জেঠুর মেয়ে, মানে তুতো দিদির ভূমিকায় থাকবেন সৈরিতি। দাদানের সঙ্গে বিলেত ফেরত জ্যাঠা শ্বশুরের ভাব করানোই এখন নোয়ার মূল লক্ষ্য হতে চলেছে।
'নিশির ডাক' ধারাবাহিকে শেষ দেখা মিলেছে সৈরিতির। গর্ভবতী হওয়ার কারণেই মাঝপথে এই সিরিয়াল ছেডে দেন নায়িকা।