২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন টেলিপাড়ার অত্যন্ত মিষ্টি জুটি অর্ণব-ইপ্সিতা। ‘আলতা ফড়িং’-এর ব্যাঙ্কবাবুর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন টেলি অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। গত বছর ডিসেম্বরে সামাজিকভাবে সাত পাক ঘোরার তারিখ পাকা ছিল দুজনের। কিন্তু আচমকাই ছন্দপতন, মনোমালিন্যের জেরে সাময়িকভাবে আলাদা হন স্বামী-স্ত্রী। সেইসময় অর্ণবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছিল, শোনা যাচ্ছিল বিবাহবিচ্ছেদ হতে চলেছে দুজনের। কিন্তু না, অল্প সময়ের মধ্যেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দুজনে।
গত মাসেই পাহাড় থেকে বেরিয়ে এসেছেন অর্ণব-ইপ্সিতা। দার্জিলিং-এর কোল থেকে রোম্যান্সের ঝলক শেয়ার করে নিজেদের সম্পর্কে শিলমোহর দেন তাঁরা। জানান, আগের মতোই বেঁধে বেঁধে রয়েছেন তাঁরা। এবার পরিবারে নতুন সদস্যের আগমনের খবর জানালেন ইপ্সিতা। নাম চমচম। তাঁর সঙ্গে আদুরে ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। অর্ণব-ইপ্সিতার নয়ণের মণি এই চমচম। তাকে নিয়েই দিনরাত ব্যস্ত স্বামী-স্ত্রী।
ভাবছেন কে এই চমচম? আদপে সে এক পার্শিয়ান বিড়াল। ছবিতে দেখা গেল তারকা দম্পতির মাঝে চুপ করে বসে রয়েছে ছোট্ট চমচম। খুদে অতিথির ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমাদের পরিবারের নতুন সদস্য।’
জি বাংলার ‘আলো-ছায়া' ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ অর্ণব-ইপ্সিতার। ধারাবাহিকে দেবাদৃতা বসু নায়ক ছিলেন অর্ণব। অন্যদিকে নায়কের বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন ঈপ্সিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়, তারপর প্রেম। ২০২২-এর শুরুতেই প্রেম সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছিলেন দুজনে। তাঁদের বিচ্ছেদের জল্পনায় মন ভেঙেছিল অনুরাগীদের। তবে এই জুটিকে ফের সুখে সংসার করতে দেখে খুশি সকলেই।
গত ১৫ মার্চ তিক্ততা ভুলে ফের এক হওয়ার খবরে স্বীকৃতি দেন অর্ণব-ইপ্সিতা। দার্জিলিং-এর বিজনবাড়ির নিস্তব্ধতার মাঝে পরস্পরের দিকে অবাক নয়নে চেয়ে রয়েছেন দুজনে। ছবি ঝাপসা, তবে সেই অস্পষ্টতার মাঝেও নিজেদের সম্পর্কের সমীকরণটা স্পষ্ট করে দিয়েছেন জুটি।
আলতা ফড়িং-এর সফর শেষ করার পর এখনও নতুন কাজ শুরু করেননি অর্ণব, অন্যদিকে এই মুহূর্তে ‘এক্কা দোক্কা’ এবং ‘বালিঝড়’ ধারাবাহিকে দেখা যাচ্ছে ইপ্সিতাকে।