আর মাত্র ২৩ দিনের অপেক্ষা! ২৭শে নভেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন টেলিপাড়ার মিষ্টি জুটি স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল। জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর সেটে শুরু এই প্রেমের গল্প। লক্ষ্মীর বড় ছেলে আর বউমার চরিত্রে অভিনয় করতে গিয়েই প্রেম, আর বছর ঘুরতে না ঘুরতেই কাঙ্খিত পরিণতি পাচ্ছে এই কাহানি।
টেলিপাড়ায় এখন বিয়ের মরসুম। কদিন আগেই বিয়ের তারিখ ফাঁস করেছেন সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের গলায় ডিসেম্বরে মালা দেবেন তিনি। তার আগেই বিয়ে সারছেন এই অর্পিতা-স্বর্ণদীপ্ত। বিয়ের আগে জমিয়ে আইবুড়োভাত খাওয়ার পর্ব চলছে স্বর্ণ-অর্পিতার। সহকর্মী তথা বন্ধুরা রাজকীয় আয়োজনে আইবুড়ো ভাত খাওয়ালো দুজনকে।
হলুদ পাঞ্জাবি আর ডেনিমে ধরা দিলেন হবু বর। আর কনে অর্পিতার দেখা মিলল হালকা গেরুয়া রঙা শাড়িতে। পরস্পরের উপর থেকে চোখ সরল না তাঁদের। এই নিয়ে দ্বিতীয়বার আইবুড়ো ভাত খেলেন তাঁরা। মেনু দেখলেই জিভে জল আসবে। পাঁচরকম ভাজা, ভাত, ডাল, সুক্তো, মাছ, মাংস, বাদ ছিল না কিছুই। সঙ্গে মিষ্টি, দই, কেক- আয়োজনে খামতি রাখেননি প্রিয়জনেরা।
হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা স্বর্ণদীপ্তা জানান, ‘বিয়েটা হচ্ছে বাগুইআটিতে। অর্পিতার পরিবার একটা ব্যাঙ্কোয়েট হল বুক করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য। আর রিসেপশন (৩০শে নভেম্বর) হবে পাটুলির সত্যজিৎ পার্কে।’
বিয়ের ভেনুই শুধু নয়, মেনুও পাকা। অভিনেতার কথায়, ‘মেনুতে ৪-৫ রকম স্টার্টার থাকছে, মকটেল থাকছে। মশালা কুলচা থাকছে, বিরিয়ানি থাকছে, সবকটা ঠিক আমারও মনে নেই, মিষ্টি থাকছে, আইসক্রিম কাউন্টার থাকবে, এসব নানান কিছু।’
কেনাকাটা ইতিমধ্যেই সম্পন্ন। বিয়েতে কেমন সাজবেন তাঁরা? সাজে থাকবে ষোলআনা বাঙালিয়ানা। অর্পিতা পরবে বেনারসি, আর স্বর্ণদীপ্ত পরবেন ধুতি-পাঞ্জাবি। এই মুহূর্তে 'তুমি যে আমার মা' ধারাবাহিকে অভিনয় করছেন স্বর্ণদীপ্ত ঘোষ। ফুলকি নিয়ে ব্যস্ত অর্পিতা। বিয়ের জন্য লম্বা ছুটি নেওয়ায় মধুচন্দ্রিমায় যাওয়া এখনই হচ্ছে না। ওটা আগামি বছরের জন্য তুলে রাখছেন দুজনে।