একসময়ে টেলিপর্দার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজা ও মধুবনী। 'ভালোবাসা ডট কম' সিরিয়ালের দৌলতে টেলিভিশনের 'ওম-তোড়া' নামে পরিচিতি পান তাঁরা। আবার সেই সিরিয়ালে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন টেলিভিশনের 'ওম-তোড়া' অর্থাৎ রাজা-মধুবনী। ২০২১ সালের ১০ এপ্রিল ফুটফুটে পুত্র সন্তানের বাবা-মা হন রাজা-মধুবনী।
এখন কেশবকে নিয়ে সুখী সংসার রাজা-মধুবনীর। কেশব আসার পর মধুবনী অবশ্য লাইট-ক্যামেরা-অ্য়াকশন থেকে দূরেই রয়েছেন। মাঝে কয়েকদিন সান বাংলায় ‘শ্যামা’ ধারাবাহিকে মা কালীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ছেলের জন্যই এখন সেভাবে কাজ করে উঠতে পারছেন না বলে জানিয়েছিলেন অভিনেত্রী। সিরিয়ালে না দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ তিনি। নিয়মিত ভ্লগিং করেন, সঙ্গে ইনস্টা-ফেসবুকে রিলসও শেয়ার করেন। এছাড়াও নিজের স্যালোঁ রয়েছে তাঁর। সেখানের কাজ দেখাশোনার জন্যও নিয়মিত যাতায়াত করতে হয় তাঁকে। তবে রাজা অবশ্য চুটিয়ে অভিনয় করছেন। তবে এবার রাজা-মধুবনীর সুখের সংসারে এল সুখবর।
কিন্তু কী সেই খবর?
নিজেদের স্বপ্ন পূরণ করে ফের একটা নতুন 3 BHK (তিন কামরার ফ্ল্যাট) কিনলেন রাজা। সেই সুন্দর মুহূর্তটি নিজেই ফেসবুক ভিডিয়োর মাধ্যমে শেয়ার করেছেন রাজা। সেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করার সময় থেকে নতুন বাড়িতে প্রবেশ, পুরো মুহূর্তটিই ভিডিয়ো আকারে পোস্ট করেছেন রাজা। সঙ্গে শুধু স্ত্রী মধুবনী নন, বাবা-মা এবং ছোট্ট কেশবকেও সেখানে নিয়ে গিয়েছিলেন রাজা। সকাল থেকে দৌড়ঝাঁপ, রেজিস্ট্রি পর্ব সেরে অবশেষে ৩ কামরার নতুন ফ্ল্যাটে ঢুকলেন রাজা-মধুবনী। তবে তাঁরা নিজেরা নতুন ফ্ল্য়াটের চাবি না খুলে রাজা তাঁর বাবা-মা (মধুবনীর শ্বশুর-শাশুড়ি)কে দরজা খুলতে বললেন। যেটি কিনা ১৪ তলার উপরে। দক্ষিণ খোলা সেই ফ্ল্যাটের ব্যালকনি থেকে বাইরে তাকালে সত্যিই মুগ্ধ হতে হয়।
রাজা-মধুবনীর নতুন ফ্ল্যাটের ভিডিয়ো দেখলেই বেশ বোঝা যায় যে সেটা সল্টলেক-নিউটাউন এলাকার কোনও এক জায়গা। ব্যালকনি থেকে দেখা যাওয়া ঝিলের ছবি সেটাই প্রমাণ করেন। রাজার পোস্ট করা এই ভিডিয়োর নিচে দম্পতিকে তাঁদের নতুন বাড়ির জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।