বিয়ের পর প্রথম জন্মদিন পালন করলেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। ২ অগস্ট জন্মদিন ছিল তাঁর। স্বামী সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ঘনিষ্ঠ মানুষের নিয়ে বিশেষ দিনটা সেলিব্রেট করলেন তিনি। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনে সেলিব্রেশনে কোনও খামতি রাখেননি সৌরভ। উপহার এবং সারপ্রাইজে ভরিয়ে দিয়েছে তাঁকে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ত্বরিতা। প্রায়শই নিজের নিত্যনতুন ছবি পোস্ট করে থাকেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখন তিনি। অভিনেত্রীর জন্মদিনের ছবি দেখে মুগ্ধ হয়ে পড়েন অনুরগীরা। কিছুদিন আগেই জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে ১১ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। দেখুন ত্বরিতার জন্মদিনের মিষ্টি মুহর্তের ছবি-
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন ত্বরিতা। নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসছেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। কর্মসূত্রে আলাপ তাঁদের। এরপরই বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। ১৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন টেলি তারকা দম্পতি।