দোলের দিন জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেই সুখবর।
ভাবছেন কোন নতুন অধ্যায়ে পা দিলেন তাঁরা? বিয়ে তো আগেই হয়েছে, তবে কি বিচ্ছেদ, নাকি সন্তান আসছে তাঁদের? না, না সেসব কিছুই নয়। আদতে দোলের দিন তাঁর নতুন বাড়ির গৃহ প্রবেশ হল। নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁরা ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দেখান নতুন বাড়ির অন্দরসজ্জাও। দেন পুজোর ছবি।
এদিন অভিনেত্রী তাঁর নতুন বাড়ির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তাঁর পরনে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি এবং কলমকারি ব্লাউজ। সঙ্গে একটি জড়োয়া হার পরেছিলেন তিনি। অন্যদিকে সৌরভের পরনে ছিল সাদা পায়জামা এবং পাঞ্জাবি। তাঁদের বাড়িটি দোতলা। সাদা এবং অলিভ গ্রিন রঙের বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁরা ছবি তোলেন। বাড়ির সামনে এক ফালি বাগান আছে সবুজ ঘাসে ভরা। নতুন বাড়ির পুজোর কিছু ছবি পোস্ট করেন তিনি। এই ছবিগুলো পোস্ট করেন অভিনেত্রী লেখেন, 'গৃহ প্রবেশ দোল পূর্ণিমাতে।'
অনেকেই তাঁর এই পোস্টে মতামত জানিয়েছেন। অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য লেখেন, 'দারুণ বাড়ি। অনেক শুভেচ্ছা। খুব শিগগির আসছি।' অনিরুদ্ধ চাকলাদার লেখেন, 'শুভেচ্ছা।' স্বাগতা মুখোপাধ্যায় লেখেন, 'খুব সুন্দর। কবে যাব?'
এই বিষয়ে উল্লেখযোগ্য সাইবার ক্রাইমের শিকার হয়েছেন সৌরভ। তরুণ কুমারের নাতি রি বিষয়ে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন। তিনি জানান তাঁর কাছে বিদেশ থেকে ফোন আসছে তাঁর কাছে। তাঁকে বলা হচ্ছে টাকা না দিলে তাঁর পর্ন ভিডিয়ো পরিচিতদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।