টলিউডের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দুই মুখ হলেন ত্বরিতা চট্টোপাধ্যায় এবং সৌরভ চট্টোপাধ্যায়। আজ থেকে প্রায় আড়াই বছর আগে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শুরু করেছিলেন নতুন পথ চলা। একসঙ্গে কাজ করতে গিয়েই তরুণ কুমারের নাতির প্রেমে পড়েন ত্বরিতা। এরপর দেখতে দেখতে একসঙ্গে তাঁরা অনেকটা পথ পার করে এসেছেন। কিন্তু আচমকা কী হল অভিনেত্রীর? সৌরভের জন্য সোশ্যাল মিডিয়ায় একটা মস্ত খোলা চিঠি লিখলেন!
এদিন ত্বরিতাকে তাঁদের প্রেম করার সময় অর্থাৎ ২০১৯ সালের একটি ছবি পোস্ট করতে দেখা যায়, অন্যদিকে তিনি আরও একটি ছবি পোস্ট করেন যা এই বছর অর্থাৎ ২০২৩ সালেই তোলা। ফলে এই যখন তাঁরা প্রেমিক প্রেমিকা ছিলেন আর এখন যখন তাঁরা স্বামী স্ত্রী সেই সময়ের তুলনা করলেন। ফেসবুকের পাতায় এদিন ত্বরিতা লেখেন, 'প্রেমিক হিসেবে বলো বা স্বামী হিসেবে তুমিই সেরা। তোমার মতো ভালো মানুষ হয় না। আমি সত্যি ভাগ্যবান যে তোমায় আমি আমার জীবনে পেয়েছি। তুমি সবসময় আমার ইচ্ছে, আমার ভালো থাকা, চাহিদা, আমার খুশি নিয়ে ভাবো। আমি কখনও ভাবিনি জীবন এতটা ভালো হতে পারে। এখন আমি তোমায় ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। আমি সেভাবে মনের কথা বলতে পারি না। তাই এভাবে জানালাম।'
প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি আর সৌরভ পাশাপাশি বসে রয়েছেন। সৌরভই সেলফি তুলেছেন। অন্যদিকে এই বছরের ছবিতেও তাঁরা পাশাপাশি বসে। অভিনেত্রীর মাথায় রোদচশমা, আর অভিনেতার পরনে। এখানেও তিনি সেলফি তুলছেন। পাশে তাঁর গিন্নি বসে হাসছেন।
স্ত্রীর এই পোস্টে সৌরভ নিজের মতামত জানিয়েছেন, বলেছেন, 'যখন থেকে প্রেম শুরু করেছি তখন থেকেই এটা স্পষ্ট ছিল যে তোমার কমফোর্ট জোন যেন থাকে। তোমার যে। কোনও অসুবিধা না হয়। আমি সবসময় তোমার সঙ্গে ভালো থাকি। অনেক ভালোবাসি।'
প্রসঙ্গত কিছু মাস আগেই ত্বরিতা এবং সৌরভ একটি বাড়ি কিনেছেন। নিজেদের সেই স্বপ্নের বাড়ি সাজিয়েছেন অভিনেত্রী নিজের হাতেই। ভোলেননি সেটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। ছোট পর্দার এই দুই জনপ্রিয় মুখকে অনেকেই সে সময় শুভেচ্ছা জানান।
এই বিষয়ে আরও একটি কথা না বললেই নয়, সৌরভ সদ্যই রাজনীতিতে যোগ দিয়েছেন। তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন তিনি হাতে। সাধারণ মানুষের উপকার করতেই তিনি এই দলে যোগ দিয়েছেন বলে জানান। নিজের কোনও ব্যক্তিগত সুবিধার জন্য নয়।