আমির খান এবং টুইঙ্কল খান্নার বন্ধুত্বের কথা সারা বলিউডে বিদিত। 'মেলা' ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। বক্স অফিসে 'মেলা'-র ভরাডুবি হলেও আমির-টুইঙ্কলের বন্ধুত্ব শুধু টিকেই যায়নি,বরং আরও জমাট বেঁধেছে। এমনকি সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে তাঁকে 'ব্যবহার' করেছে নায়িকা, প্রকাশ্যে এমন দাবিও করেছিলেন আমির! পাশে বসা তখন টুইঙ্কল তখন হেসে কুটিপাটি। তবে জানেন কি অক্ষয়কুমার এবংটুইঙ্কলের বিয়ের অনুষ্ঠানের গোটা ভিডিও নিজের হাতে শ্যুট করেছিলেন বলিউডের 'মিঃ পারফেকশনিস্ট'. আর তিনি তা করতে 'বাধ্য' হয়েছিলেন ‘অক্ষয়-পত্নী’-র কড়া নির্দেশেই!
টুইঙ্কল-এর বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির। মঞ্চে নায়িকার পাশে বসেই প্রকাশ্যেই মঞ্চ থেকে প্রায় চিৎকার করে আমির বলে ওঠেন তাঁদের বন্ধুত্বের সুযোগ হামেশাই নিয়েছেন 'অক্ষয়-পত্নী।' আমিরের মজাদার ভঙ্গিতে এই 'অভিযোগ' শুনে ততক্ষণে হেসে কুটিপাটি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক এবং দর্শকের দল। সেখানেই আমির আরও জানান যে অক্ষয়ের সঙ্গে টুইঙ্কলের বিয়ের সময় তাঁদের সেই মুহূর্তের গোটা অংশটাই ভিডিও করে তুলে রাখতে হয়েছিল আমিরকে। আর আমির তা করতে বাধ্য হয়েছিলেন টুইঙ্কলের নির্দেশেই! আমিরের কথায়, ' ওঁর নির্দেশ ছিল চটপট যেন বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যাই। কী আবার করব, তাই করেছিলাম। প্রথম থেকেই ভিডিও শ্যুট করা শুরু করেছিলাম। আসলে ট্যুইঙ্কল ওঁর বিয়ের দিন একেকজনকে একেকটা দায়িত্ব দিয়ে রেখেছিল। বলা ভালো আদেশ দিয়ে রেখেছিল। আমার কপালে পড়েছিল ভিডিও শ্যুটের দায়িত্ব!'

তবে একা আমির নয়, সেই ইভেন্টে মুখ খুলেছিলেন টুইঙ্কলও। বন্ধুর হাতে থেকে একপ্রকার মাইক কেড়ে নিয়ে গুছিয়ে আমিরের নিন্দা শুরু করেছিলেন। জানিয়েছিলেন, 'মেলা' ছবির শ্যুটিংয়ের সময় আমিরের হাতে একবার চড় খেতে খেতে অল্পের জন্য বেঁচে গেছিলেন তিনি। 'মিসেস ফানি বোনস'-এর কথায়,' সেই সময় চুটিয়ে অক্ষয় ও আমার প্রেমপর্ব চলছে। একদিন কাজে কিছুতেই মন বসছিল না।বারে বারে অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। আমির এসে জিজ্ঞেস করল মন দিয়ে ঠিকঠাক না কাজ করার কারণ। আমি সহজ মনে বলেছিলাম যে অক্ষয়ের কথা খুব মনে পড়ছে। এই না শুনে রেগে কষিয়ে থাপ্পড় মারতে গেছিল আমাকে আমির!' এই না শুনে পাশে বসা আমির তখন লজ্জায় লাল।
প্রসঙ্গত, 'মেলা' বক্স অফিসে মুখথুবড়ে পড়ার পরপরই অক্ষয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন টুইঙ্কল। একইসঙ্গে বিদায় জানিয়েছিলেন বলিউডকে। অন্যদিকে, হলটি বছরের ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পাবে আমিরের পরবর্তী ছবি 'লাল সিং চাড্ডা।'