ছোটবেলার একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন টুইঙ্কল খান্না। ছবিতে মা ডিম্পল কাপাডিয়ার পাশে বসে দেখা গিয়েছে তাঁকে। ডিম্পল কাপাড়িয়ার কোলে বসা খুদেটি টুইঙ্কেলের বোন রিঙ্কি খান্না। টুইঙ্কলের অগাস্ট রডিনের বিখ্যাত ব্রোঞ্জ ভাস্কর্য ‘দ্য থিঙ্কারের’ ছবিও শেয়ার করেছেন। ছবির সঙ্গে একটি অদ্ভুত ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি। প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনের কাছে।
পোস্টটি শেয়ার করে টুইঙ্কল লিখেছেন, ‘কে পোজটি ভালোভাবে করেছে? আমার উত্তর: Rodin’s The Thinker। কিন্তু আমি অনেক সুন্দর ছিলাম। আপনিও আপনার ভোট দিতে পারেন’। তিনি আরও লেখেন, ‘P.S আমি জানিয়ে দিই, যেহেতু আমার বন্ধুরাও আমাকে মেসেজ করছে- পোজ প্রতিযোগিতা আমাদের তিনজনের মধ্যে নয়। এটি আমাদের বনাম রডিনের থিঙ্কারের মধ্যে’।
মালাইকা আরোরা থাকে শুরু করে টিসকা চোপড়া নেটমাধ্যমে ছবি দেখে প্রশংসা করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘দুঃখিত... অনন্ত সৌন্দর্যের বাইরে কাউকে দেখতে পারছিনা... ডিম্পল কাপাডিয়া!’ অপর এক নেটিজেনের মন্তব্য, ‘অবশ্যই আপনি সেরা পোজ দিতে পারেন তবে, আপনার মা চোখের দিকে তাকালে এবং অভিনয়ে তিনি সেরা’। ডিম্পল কাপাডিয়ার আরেক ভক্ত বলেছেন, ‘পোজিং এবং স্টাইলে আপনার মাকে কেউ হারাতে পারবে না। দুঃখিত!’
এখন অভিনয় করে যাচ্ছেন ডিম্পল কাপাডিয়া। তাঁর দুই মেয়ে টুইঙ্কল এবং রিঙ্কি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর অভিনয়কে বিদায় জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে টুইঙ্কল জানিয়েছেন, তিনি ‘প্রয়োজনে’ অভিনয় শুরু করেছিলেন। যেহেতু ডিম্পল রাজেশ খান্নার থেকে বিচ্ছেদের পরে সিঙ্গেল মাদার হিসেবে দুই মেয়েকে মানুষ করেছিলেন।
করিনা কাপুরের সঙ্গে টুইক ইন্ডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি চ্যাট চলাকালীন, টুইঙ্কল বলেছিলেন, ‘আমি জানি তোমার এইটা পছন্দ ছিল। কিন্তু আমার ক্ষেত্রে আমি সত্যিই একজন অভিনেত্রী হতে চাইনি। এটি প্রয়োজনের বাইরে ছিল। মা সিঙ্গেল মাদার ছিল। তিনি সবার জীবনে সবার জন্য সবকিছু করেছিলেন’।