বাংলা নিউজ > বায়োস্কোপ > Twinkle Khanna: অক্ষয়-পত্নী টুইঙ্কলের শরীরের কোন জিনিসটা ‘নাকের দুই ফুটো’র চেয়ে বড়?

Twinkle Khanna: অক্ষয়-পত্নী টুইঙ্কলের শরীরের কোন জিনিসটা ‘নাকের দুই ফুটো’র চেয়ে বড়?

ঠোঁটের উপরে তিল, ছবি শেয়ার করলেন টুইঙ্কল। (ছবি-HT আর্কাইভ) 

টুইঙ্কল সম্প্রতি একটি মজার ইনস্টা রিল পোস্ট করেছেন। যা নিমেষে ভাইরাল। দেখে নিন আপনিও-

ঠোঁটের উপরে ইয়াব্বড় তিল। বুধবার ইনস্টাগ্রাম রিলে সেটাই দেখালেন টুইঙ্কল খান্না। একটি মজার ক্যাপশন সহ পোস্ট করা সেই ফটোতে বাম দিকে ঠোঁটের উপরে একটি বড় আকারের 'তিল' চোখে পড়ছে। কোনও মেকআপ করেননি। মুখটা খানিক উপরে তুলে নিজের তিলখানা দেখিয়েছেন। ক্যাপশনে লেখা, ‘নকল তিল কি নতুন বার্কিনস (ডিজাইনার লেবেল হার্মিসের নতুন লঞ্চ হওয়া বিলাসবহুল হ্যান্ডব্যাগ)? আর পুরনো দিনের সিনেমার মতো আপনি কি আমায় চিনতে পারবেন যখন আমি এটা এটাকে ঝরিয়ে ফেলব? হ্যাঁ/না?’

টুইঙ্কল তার ক্যাপশনে আরও লিখেছেন যে, ছোটবেলায় তিনি চলচ্চিত্রে দেখতে পছন্দ করতেন যেখানে 'নায়করা' নকল তিল পরতেন এবং সেগুলি খুলে নেওয়ার পরে অচেনা লাগত। তিনি তার ইনস্টাগ্রাম অনুগামীদেরকে পুরানো হিন্দি সিনেমার এরকম কিছু দৃশ্যও শেয়ার করতে বললেন কমেন্ট বক্সে। আরও পড়ুন: কাশ্মীরে প্রথমবার বড় পরদায় শাহরুখ, নতুন শুরু হওয়া আইনক্সে লোক আসছে পাঠান দেখতে?

তাঁর পোস্টে ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেশ মজার মজার মন্তব্য করেছে। একজন লিখেছেন, ‘এক্ষেত্রে তিলটি আপনার দুই নাকের ফুঁটোর চাইতেও বড় দেখাচ্ছে।’ অন্য আরেকজন নকল তিল সম্পর্কে মন্তব্য করেছেন,'একদম মানাচ্ছে না এটা আপনার মুখে।' তৃতীয় জন লিখলেন, ‘আমার মনে আছে গোঁফটাও একই অর্থে ব্যবহৃত হত। বিশেষ করে দুই যমজের মধ্যে পার্থক্য করার জন্য।’ চতুর্থ জন লিখলেন, ‘পুরনো দিনের কথা জানি না। তবে রব নে বানা দি জোড়িতে চশমা আর জামা-কাপড়ের পরিবর্তনের ফলে কেউ নিজের বরকেই চিনতে পারে না। এটা মহাকাব্যিক উদাহরণ।’ আরও পড়ুন: যাঁর তদন্তে নির্দোষ প্রমাণিত হন আরিয়ান, ২৬ জানুয়ারি সেই আইপিএস পেলেন পুরস্কার

সম্প্রতি প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের ঝগড়ার বিষয়ে নিজস্ব ঢঙে হাস্যকর মন্তব্য করে খবরে এসেছিলেন টুইঙ্কল, যাতে টেনেছিলেন বোন রিঙ্কি খান্নাকেও। নিজেকে উল্লেখ করেছিলেন 'উত্তরাধিকারী' হিসেবে। টুইঙ্কল তার বোনকে প্রিন্স হ্যারির সাথে তুলনা করে ‘অতিরিক্তও’ বলেন।

১৯৯৫ সালে বরসাত ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন টুইঙ্কল খান্না। ২০০১ সালে লাভ কে লিয়ে কুছ ভি করেগা-র পর অভিনয় ছেড়ে দেন। ২০১৫ সালে মিসেস ফানি বোনস নামে লেখালিখি শুরু করেন। অক্ষয় কুমারের সঙ্গে তাঁর দুই সন্তান আরভ আর নিতারা।

 

 

বন্ধ করুন