বাংলা নিউজ > বায়োস্কোপ > Twinkle Khanna: হিজাব বিতর্কে সরব টুইঙ্কল, কোন কথা শুনলে হাসি পায় তাঁর

Twinkle Khanna: হিজাব বিতর্কে সরব টুইঙ্কল, কোন কথা শুনলে হাসি পায় তাঁর

টুইঙ্কল খান্না। (ফাইল ছবি)

হিজাব ইস্যুতে টুইঙ্কল তাঁর মতামত জানিয়েছেন। লিখেছেন, একটি কথা শুনলে হাসি পেয়ে যায় তাঁর। 

দীর্ঘ দিন ধরেই ভারত উত্তাল হিজাব বিতর্ক নিয়ে। অনেকেই এই প্রসঙ্গে নানা মত ব্যক্ত করেছেন। এবার এই প্রসঙ্গে সরব হলেন টুইঙ্কল খান্না। সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশিত হওয়া কলামে প্রাক্তন অভিনেত্রী সম্প্রতি এই বিষয়টি নিয়ে মতামত জানিয়েছেন। এমন কথাও লিখেছেন, এই প্রসঙ্গে একটি বক্তব্য় শুনলে নাকি তাঁর হাসিও পায়।

টুইঙ্কলের কথায়, বোর্খা, হিজাব, ঘোমটার সঙ্গে ধর্ম এবং সংস্কৃতির পুরনো সম্পর্ক রয়েছে। তাঁর মতে, তিনি এই ধরনের পর্দাপ্রথার পক্ষে নন। কিন্তু পাশাপাশি তাঁর এটাও মনে হয়, মহিলারা কেমন পোশাক পরবেন, সেটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁদের আছে।

তবে এর পাশাপাশি সমালোচনা করেছেন ধর্মীয় নেতাদেরও। তাঁর কথায়, কোনও কোনও ধর্মীয় নেতা নাকি বলেছেন, মহিলাদের হিজাব পরা দরকার, কারণ নাহলে পুরুষরা প্রলুব্ধ হতে পারেন। এই কথা শুনেই তাঁর হাসি পেয়েছে। এমনই বলেছেন টুইঙ্কল।প্রশ্ন তুলেছেন, কী করে একজন মানুষ অন্যজনের মাথা দেখে প্রলুব্ধ হতে পারেন? যাঁরা এ ধরনের ‘অদ্ভুত’ কথা বলেন, তাঁদের কথায় তাঁর হাসি পায় বলে জানিয়েছেন প্রাক্তন অভিনেত্রী। 

এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঘটে চলা রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়েও সোশ্যাল মিডিয়ায় মতামত জানিয়েছেন তিনি।

বন্ধ করুন