বাংলা নিউজ > বায়োস্কোপ > পাবলিক টয়লেটে টুইঙ্কল! বোনের সাথে জয়পুরে গিয়ে আর কী কী অভিজ্ঞতা হল অক্ষয় ঘরণীর?

পাবলিক টয়লেটে টুইঙ্কল! বোনের সাথে জয়পুরে গিয়ে আর কী কী অভিজ্ঞতা হল অক্ষয় ঘরণীর?

টুইঙ্কেল খান্না

টুইঙ্কল তাঁর বোনের সঙ্গে জয়পুরে উইকএন্ড কাটিয়েছেন, আর সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রিল। টুইঙ্কল এবং তাঁর বোন এইসময় একসঙ্গে পোশাকের রং মিলিয়ে পরা থেকে শুরু করে ময়ূরের নাচ দেখা। হাসিঠাট্টা থেকে নানা মজাদার খাবার খাওয়া সবটাই করেছেন।

মনের মিল রয়েছে এমন মানুষ সঙ্গে থাকলে ঘোরার মজাই আলাদা হয়ে যায়, আনন্দ দ্বিগুণ হয়ে যায়। যে সময় হাসি পাওয়ার কথা নয় সেই সময়ও মুখে হাসি ফোটে। সুন্দর দৃশ্য সঙ্গে প্রিয় মানুষদের সঙ্গে কথোপকথন, এই মুহূর্তগুলি বেঁচে থাকার ইচ্ছে কে আরও বাড়িয়ে দেয়। আর এগুলোই পরে মূল্যবান স্মৃতি হয়ে থেকে যায়। তবে সঙ্গী ছাড়া একা ভ্রমণেরও অনেক সুবিধা রয়েছে। কিন্তু একটা বড় দলের সঙ্গে ঘুরতে যাওয়া সেখানে গিয়ে তাঁদের সঙ্গে মজা করাই বিষয়টাই আলাদা। তবে দলের মধ্যেও এমন একজন থাকেন যিনি হাসি মজায় সব সময় ভরিয়ে রাখেন বা শুধু সে সঙ্গে থাকলেও একা বোধ হয় না, খুব মজা করা যায়। তার সঙ্গে থাকলে আনন্দ কয়েকগুণ বেড়ে যায় তেমনই টুইঙ্কল খান্নার জন্য তেমন একজন হলেন তাঁর বোন।

জয়পুরে টুইঙ্কল কী করেছিলেন?

 

টুইঙ্কল তাঁর বোনের সঙ্গে জয়পুরে উইকএন্ড কাটিয়েছেন, আর সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রিল। টুইঙ্কল এবং তাঁর বোন এইসময় একসঙ্গে পোশাকের রং মিলিয়ে পরা থেকে শুরু করে ময়ূরের নাচ দেখা। হাসিঠাট্টা থেকে নানা মজাদার খাবার খাওয়া সবটাই করেছেন।

আরও পড়ুন: ‘ওখানে সার্কাস চলছে, নিজেকে বিক্রি করব না’, নেমন্তন্ন পেয়েও আম্বানির ছেলের বিয়েকে বয়কট আলিয়ার

এই সমস্ত ছবি টুইঙ্কেল পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'পাখির পালকের মতো আজ আমরা রং মিলিয়ে পোশাক পরেছি, কিন্তু আমাদের পোশাক দেখতে গিয়ে জুতোটা মিস করবেন না। একজন প্রাপ্তবয়স্কদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেয়ে বড় আনন্দের আর কী আছে? আমরা আপনার সঙ্গে রসিকতা করব, আপনাকে মজার মজার জোকস বলব, যতক্ষণ না আপনার হাসতে হাসতে চোখে জল এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে হাসাবো। এই সপ্তাহান্তে, আমি জয়পুরের জমকালো 'দ্য ওবেরয় রাজবিলাস'-এ আমার বোনের সঙ্গে একটি ম্যাজিকাল সময় কাটিয়েছি। আমরা ডায়েট ভুলে 'গাট্টে কি সাবজি' খেয়েছি, পিডিকেএফ স্টোর থেকে অনেক জিনিসপত্র কিনেছি, এমনকি একটি পাবলিক টয়লেটেও ব্যবহার করেছি! আমার বোন আমার জীবনে সেই মানুষ যে আমার যে কোনও ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাকে অ্যাডভেঞ্চারে পরিণত করে।'

আরও পড়ুন: ‘বুড়ো বর’ কটাক্ষকে বুড়ো আঙুল, স্বর্ণেন্দু-শ্রুতির প্রথম বিবাহবার্ষিকী জমজমাট

কিছুক্ষণের মধ্যেই, টুইঙ্কলের এই পোস্টটি লাইক এবং কমেন্টে ভরে ওঠে। টুইঙ্কলের অনেক অনুরাগী অভিনেত্রী ও তাঁর বোনের একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলি খুব পছন্দ করেছেন। আবার অনেকেই ভুল বিমানবন্দরে তাঁদের অবতরণের মজার ঘটনা ভাগ করে নিয়েছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র আগেই জেনে নিন ভোগের লাবড়া রান্নার সিক্রেট টিপস মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.