বাংলা নিউজ > বায়োস্কোপ > Mission Majnu trailer out: 'আপনারাও কী মিল পেলেন?' সিদ্ধার্থের ‘মিশন মজনু’র সঙ্গে কোন ছবির মিল পেল নেটপাড়া

Mission Majnu trailer out: 'আপনারাও কী মিল পেলেন?' সিদ্ধার্থের ‘মিশন মজনু’র সঙ্গে কোন ছবির মিল পেল নেটপাড়া

সিদ্ধার্থের ‘মিশন মজনু’র সঙ্গে কোন ছবির মিল পেল নেটপাড়া

Mission Majnu trailer out: মিশন মজনু ছবির ট্রেলার মুক্তি পেল। আর ছবির ট্রেলার দেখেই নাকি দর্শকদের আলিয়া ভাট অভিনীত রাজি ছবিটির কথা মনে পড়ে গিয়েছে! কিন্তু কেন? কেবলই কী দুটি ছবিতেই আন্ডারকভার এজেন্টের গল্প তুলে ধরা হয়েছে বলে? নাকি রয়েছে অন্য কারণ?

সোমবার, ৯ জানুয়ারি প্রকাশ্যে এসেছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘মিশন মজনু’র ট্রেলার। আর এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বেশ মিশ্র প্রতিক্রিয়া আসছে এই ছবিটিকে নিয়ে। টুইটারে এক একজন এক একরকমের অভিমত জানিয়েছেন। এই ছবিটির পরিচালনা করেছেন শান্তনু বাগচী। ছবিতে রশ্মিকা মন্দানাকেও দেখা যাবে সিদ্ধার্থের সঙ্গে।

মিশন মজনু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, বরং এটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আগামী ২০ জানুয়ারি। তবে ভক্তদের চান এই ছবিটিকে প্রেক্ষাগৃহে দেখতে।

সোমবার এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই অনেকেই বলছেন আলিয়া ভাট অভিনীত রাজি ছবিটির সঙ্গে নাকি মিশন মজনুর ট্রেলারের বেশ মিল রয়েছে। ট্রেলার দেখার পর থেকেই নাকি তাঁদের সেই ছবির কথা মনে পড়েছে।

ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পরই এক ব্যক্তি টুইটারে এই ছবির বিষয়ে লেখেন, 'মিশন মজনু রাজির পুরুষ ভার্সন হতে চলেছে। আতঙ্কবাদ, বিদ্বেষ সব কিছুর মধ্যেও বলিউডি প্রেমের গল্প মাথাচাড়া দিয়ে উঠবে।' আরেক ব্যক্তি লেখেন, 'রাজি ছবির লিঙ্গ পরিবর্তন হল, সঙ্গে আরও অনেক মশলা দেওয়া হয়েছে।' এক ব্যক্তি টুইটারে লেখেন 'আমার মতো আর কারও কি মিশন মজনুর ট্রেলার দেখার পর রাজি ছবিটির কথা মনে পড়েছে?'

<p>নেটিজেনদের প্রতিক্রিয়া</p>

নেটিজেনদের প্রতিক্রিয়া

তবে সবাই যে নেতিবাচক মন্তব্য করেছেন বা ব্যঙ্গ করেছেন এমনটা মোটেই নয়। এক ব্যক্তি লেখেন, 'মিশন মজনুর ট্রেলার দুর্দান্ত লাগল। রাজির ভাইব পেলাম। এই ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত ছিল। নেটফ্লিক্স কেন?' অনেকেরই সিদ্ধার্থ এবং রশ্মিকার জুটিটা বেশ মনে ধরেছে।

মিশন মজনু ছবিতে সিদ্ধার্থকে রিসার্চ এবং অ্যানালিসিস উইংয়ের এজেন্ট অমনদীপ সিংয়ের চরিত্রে দেখা যাবে। তিনি আন্ডারকভার এজেন্ট হিসেবে নানা তথ্য জেনে ভারতকে দেবেন যাতে পাকিস্তানকের পরিকল্পনাকে মাত করা যায়। তাদের প্ল্যান বানচাল করা যায়। এই ছবিতে রশ্মিকাকে সিদ্ধার্থের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। ১৯৭০ সালের একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে এই ছবিটিকে তৈরি করা ।

অন্যদিকে মেঘনা গুলজারের ‘রাজি’ ছবিটি হরিন্দর সিং সিক্কার বই কলিং সেহমাতের উপর ভিত্তি করে বানানো হয়েছে। সেই ছবিতে গোটা গল্প একটি কাশ্মীরি মেয়ে সেহমাতকে ঘিরে আবর্তিত হয়েছে। এই চরিত্রটিতে আলিয়া ভাটকে অভিনয় করতে দেখা গিয়েছে, যিনি ভারতীয় চর হিসেবে পাকিস্তান গিয়েছিলেন এবং সেখানে সমস্ত তথ্য এদেশে পাঠাতেন। আর এই কাজের জন্য তাঁকে একজন পাকিস্তানি সেনা জওয়ানকে বিয়ে করতে হয়েছিল।

মিশন মজনু ছবিটির গল্প লিখেছেন সুমিত বাথেজা, পারভিজ শেখ এবং অসীম আরোরা। এই ছবিতে সিদ্ধার্থ, রশ্মিকা ছাড়াও কুমুদ মিশ্র, শারিব হাশমিকে দেখা যাবে। এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বাঁধলেন রশ্মিকা এবং সিদ্ধার্থ।

বন্ধ করুন