বাংলা নিউজ > বায়োস্কোপ > Shamshera: ১৫০ কোটির ছবিতেও নকল শিশু! ফ্লপ ‘শামশেরা’য় রণবীরের কোলে ওটা কী!

Shamshera: ১৫০ কোটির ছবিতেও নকল শিশু! ফ্লপ ‘শামশেরা’য় রণবীরের কোলে ওটা কী!

 বক্স অফিসে ডাহা ফ্লপ ‘শামশেরা’।

তবে কি একাধিক দৃশ্যে এই 'হাস্যকর ভুল' চোখেই পড়ল না পরিচালক মহাশয়ের? এ নিয়ে চলছে বিস্তর আলোচনা।

মুক্তির এক মাস পেরিয়েছে। ইতিমধ্যে ছবি 'ফ্লপ' বলেও ঘোষিত। তবু নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে 'শামশেরা'।

যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিকে নিয়ে হাসির রোল টুইটারে। সৌজন্যে সেই ছবিরই একটি দৃশ্য। ১৫০ কোটি বাজেট নিয়ে তৈরি 'শামশেরা'য় এমন মস্ত 'ভুল' থেকে গেল? প্রশ্ন তুলছেন অনেকেই।

কিন্তু ঠিক কী হয়েছে? কেনই বা এত চর্চা বক্স অফিসে একটি ব্যর্থ ছবি নিয়ে?

'শামশেরা'য় দেখানো হয়, বল্লি (রণবীর অভিনীত চরিত্র) এবং সোনার (বাণী অভিনীত চরিত্র) সন্তান জন্ম নেয়। সেই একরত্তিকে কোলে নিয়েই যুদ্ধে নাম তার মা অর্থাৎ বাণী। এত দূর পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু সেই যুদ্ধের দৃশ্যে বাণীর হাতের সন্তানটি যে আসলে দলা পাকানো কাপড়, তা স্পষ্টই ধরা পড়েছে ক্যামেরায়। অন্য একটি দৃশ্যেও সেই একই জিনিস চোখে পড়ে।

(আরও পড়ুন: ‘এত ঘৃণা সহ্য করতে পারছি না’,বক্স অফিসে শামশেরার ভরাডুবি নিয়ে মুখ খুললেন পরিচালক)

তবে কি একাধিক দৃশ্যে এই 'হাস্যকর ভুল' চোখেই পড়ল না পরিচালক মহাশয়ের? এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। একজন লিখেছেন, '১৫০ কোটির ছবিতে এত বড় ভুল!' আবার অন্য জনের টিপ্পনি, 'কলেজে নাটকের সময় অন্তত একটা খেলনাকে কাপড়ে জড়াতাম আমরা। ওরা সেটারও প্রয়োজন বোধ করেনি। অবাক হচ্ছি।'

(আরও পড়ুন: কপাল পুড়ল রণবীর কাপুরের! ১৫০ কোটির ‘শামশেরা’ ৫০ কোটিও আয় করতে পারবে কি?)

চার বছর 'শামশেরা' নিয়ে বড় পর্দায় ফেরেন রণবীর। শুরু থেকেই এই ছবি নিয়ে চর্চা কম ছিল না। মনে করা হয়েছিল, 'পুষ্পা', 'আরআরআর'-এর তালিকায় নিজের নাম শামিল করবে ছবিটি। কিন্তু তেমন কিছুই হয়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে 'শামশেরা'। মাত্র ৬৫ কোটি মতো এসেছে ছবির ভাঁড়ারে।

বন্ধ করুন