বুধবারই জানা যায় স্থানীয় কিছু যুবক লাগাতার উত্যক্ত করছিল ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত এই নাবালিকাকে। আর তার জেরেই এদিন সে আত্মহত্যা করে। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ১৭ বছরের কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পরিচারিকার চ্যাঁচেমেচিতে ছুটে আসেন সইফ! ধস্তাধস্তিতেই আহত হন অভিনেতা, দাবি পুলিশের
কী জানা গিয়েছে?
বনগাঁ এলাকার এই ঘটনার কথা আগেই প্রকাশ্যে এসেছে। পুলিশের তরফে এবার জানানো হল মৃতার দেহ বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শুধু তাই নয়, লাগাতার উত্যক্ত করা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য দুই যুবককে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।
মৃতার পরিবারের তরফে এদিন জানানো হয় বুল্টন, বিট্টু এবং সুমন্ত নামক তিন যুবক সহ আরও কিছু যুবক মিলে তাঁদের মেয়ের উপর মানসিক চাপ তৈরি করছিলেন। বয়সে মৃতার থেকে তাঁরা অনেকটা বড় হলেও তাঁদের সঙ্গে ওকে মিশতে জোর করা হতো, তাঁদের সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ উঠছে। তাঁদের কথা মতো কাজ না করলেই ভয় দেখাতেন তাঁরা। ফোন করে হুমকি দিতেন। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর একজনের খোঁজ চলছে।
জানা গিয়েছে যখন ঘটনাটি ঘটে তখন মেয়েটির বাবা তাঁর মুদিখানায় ছিলেন। অন্যদিকে তাঁর মা একটি নিমন্ত্রণ বাড়িতে গেছিলেন। মৃতার বাবা জানান এদিজ রাত সাড়ে ৯ টা নাগাদ তাঁর কাছে এক যুবকের ফোন আসে। সেই যুবক জানায় যে তাঁর মেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করছে। সেই খবর পেয়েই তিনি বাড়ি ছুটে যান। গিয়ে দেখেন তাঁর মেয়ে ঝুলন্ত দেহ। এখান থেকেই তাঁর বাবার মনে প্রশ্ন জেগেছে যে সেই যুবক কী করে জানল যে তাঁর মেয়ে আত্মহত্যা করতে চলেছে? তিনি এই যুবকের নামেও অভিযোগ জানিয়েছেন।
শুধু তাই নয়, স্থানীয়দের কথায়, এটাই প্রথম নয়। এর আগেও এই যুবকরা অনেক মেয়েকে টার্গেট করেছেন। একজন আত্মহত্যাও করেছেন বলে জানানো হয়েছে।