উদিত নারায়ণ আর চুমু কাণ্ড যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে! কিছুদিন আগেই তাঁর একটি ভিডিয়ো দারুণ ভাইরাল যেখানে দেখা গিয়েছে তিনি লাইভ শো চলাকালীন এক মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ফের ভাইরাল উদিতের ভিডিয়ো। কটাক্ষের বন্যা বইছে নেটপাড়ায়।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম
কী ঘটেছে?
এদিন এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গায়কের একটি কনসার্টে সেলফি তোলার জন্য ভক্তরা ভিড় জমিয়েছেন। নীল ফরমাল পোশাকে উদিত নারায়ণ তাঁর অনুরাগীদের সঙ্গে কথা বলছেন, ছবি তুলছেন। আর মহিলা অনুরাগীদের ধরে ধরে চুমু খাচ্ছেন তিনি। আর একটা জায়গায় দেখা যাচ্ছে তিনি এক মহিলার ঠোঁটে ঠোঁট রাখলেন। কিন্তু জবাবে সেই মহিলা বিরক্ত বা ক্ষুব্ধ হওয়ার বদলে হাসছেন। এই ভিডিয়ো দেখেই ফের কটাক্ষের মুখে পড়েছেন উদিত নারায়ণ।
এক ব্যক্তি লেখেন, 'উনি তো থামার নামই নিচ্ছেন না।' আরেকজন লেখেন, 'চুমু খেতে খেতে সেলফি তোলা এখন নতুন ট্রেন্ড হয়েছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উনি পুরোপুরি পাগল হয়ে গেছেন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ছেলেরা ছবি তুলতে গেলে পাত্তা দিচ্ছেন না। অদ্ভুত মানুষ।'
তবে এটাই প্রথম নয় যখন উদিত নারায়ণের এমন কোনও ভিডিয়ো ভাইরাল হল। কিছুদিন আগেও এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখ যাচ্ছে টিপ টিপ বরসা পানি গানটি গাইছেন তিনি স্টেজে। আর তার ফাঁকে গান গাইতে গাইতেই মহিলাদের সঙ্গে সেলফি তুলছেন আর তাঁদের চুমু খাচ্ছেন। সেখানেও এক মহিলাকে লিপ কিস দেন। যদিও সেই বিষয়ে কটাক্ষ চরমে পৌঁছলে উদিত নারায়ণ বলেন, 'ভক্তরা এত পাগল হয় যে কী বলি! আমরা এমন মানুষ নই। আমরা খুবই ভদ্র। কেউ কেউ আমাদের এটা করতে উৎসাহ দেন, এভাবেই আমাদের প্রতি তাঁদের ভালোবাসা জানান। এগুলোতে ইন্ধন জুগিয়ে কী হবে? ভিড়ে কত মানুষ থাকেন। আমাদের দেহরক্ষীরা থাকেন। কিন্তু ভক্তরা ভাবেন একবার দেখা করার সুযোগ পেয়েছি যখন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করি, হাতে চুমু খাই। এগুলো সবই ওঁদের পাগলামি। এতে এত নজর দেওয়ার মতো কিছু হয়নি। আমার পরিবারের ভাবমূর্তি এমন স্বচ্ছ যে সবাই চায় একটা বিতর্ক তৈরি হোক। আমার ছেলে আদিত্য (আদিত্য নারায়ণ, গায়ক) চুপচাপ থাকে। কোনও বিতর্কে জড়ায় না। কিন্তু আমি যখন মঞ্চে গান গাই তখন দর্শকদের মধ্যে একটা পাগলামি কাজ করে। ওঁরা আমায় ভালোবাসেন। আমাদেরও তো ওঁদের খুশি করতে হয়।'