কিছুদিন আগের ঘটনা। শো করতে গিয়ে এক মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন উদিত নারায়ণ। সঙ্গীতশিল্পীর এমন কাণ্ডে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে শুধু একটি নয়, একাধিক তরুণীকে চুমু খেতে দেখা গিয়েছিল সঙ্গীতশিল্পীকে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় উদিত নারায়ণের পুরনো একাধিক চুমুর ভিডিয়োও ভাইরাল হয়। যেখানে কখনও অলকা ইয়াগনিক, কখনও শ্রেয়া ঘোষাল সহ বিভিন্ন শিল্পীদেরও অপ্রস্তুত করে দিয়ে চুমু খেতে দেখা গিয়েছিল শিল্পীকে।
এদিকে এই বিতর্কের মাঝেই সম্প্রতি ‘দ্য রোশনস’ সিরিজের সাফল্য উদযাপনে যোগ দিয়েছিলেন উদিত নারায়ণ। সেখানেই শিল্পীর মুখোমুখি হতেই তাঁর সঙ্গে মশকরা করেন এক পাপারাৎজি। তিনি রসিকতা করে সঙ্গীতশিল্পীকে বলেন, ‘স্যার এক কিস হো যায়ে (স্যার, একটা চুমু হয়ে যাক.)’। কিন্তু এমন কথা কী উত্তর দেন গায়ক?
নাহ উদিত নারায়ণ অবশ্য এধরনের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু হেসে ভিতরে চলে যান। তবে গায়ক যে বিন্দুমাত্র রেগে যাননি, সেটি বোঝা যায়, যখন তিনি এক পাপারাৎজির অনুরোধে 'পাপা ক্যাহতে হ্যায়' গানটি গেয়েছিলেন। সেই মুহূর্তের ভিডিয়োটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে।
এক রেডিট ব্যাবহারকারী লিখেছেন, ‘বিষয়টা খুব মজার মনে হচ্ছে! ততক্ষণই মজা যতক্ষণ না উনি কোনও পাপারাৎজিকে ধরে চুমু দিচ্ছেন!’ কারোর মন্তব্য, ‘এটা কি সিনেমা নাকি!’ আরও একজন লিখেছেন, ‘আমি তো ভেবেছিলাম, উনি চলে যাওয়ার আগে হয়ত কাউকে ধরে চুমু খেয়ে বসবেন।’ কেউ মশকরা করে মন্তব্য করেন, ‘পিছনের ওই মহিলাকেও চিন্তিত মনে হল, হয়ত উনি ভাবছিলেন, উদিতজি হয়ত ওনাকেও চুমু খেয়ে বসবেন!’
এর আগে চুমু কাণ্ডের পর ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে গায়ক বলেছিলেন, ‘আমি জীবনের এই পর্যায়ে এসে কেন এমন কিছু করব! যেখান এতকিছু অর্জন করেছি? অনুরাগীদের সঙ্গে আমার মধ্যে গভীর খাঁটি ও অটুট বন্ধন রয়েছে। যে ভিডিয়োটি স্ক্যান্ডাল বলা হচ্ছে, আপনারা যা দেখছেন সেটা আমার ও অনুরাগীদেরর মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ। ওঁরা আমাকে ভালোবাসেন। আমি ওদের আরও বেশি ভালোবাসা ফিরিয়ে দি।’