‘সন অফ সর্দার ২’তে অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্তের। তবে এই ছবি থেকে বাদ পড়লেন অভিনেতা, কারণ শুনলে চমকে যাবেন। ইউকে-র ভিসা না পাওয়ায় সঞ্জয় এই প্রোজেক্টের অংশ হতে পারলেন না।
বম্বে টাইমসের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় এই পদক্ষেপকে 'ভুল' বলে সমালোচনা করেছেন। কেন তাঁকে প্রথমে ভিসা দেওয়া হল এবং পরে তা প্রত্যাখ্যান করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সঞ্জয় দত্ত বলেন, 'আমি একটা জিনিস জানি যে ব্রিটিশ সরকার সঠিক কাজ করেনি। তারা আমাকে প্রাথমিকভাবে ভিসা দিয়েছিল। যুক্তরাজ্যে সব পেমেন্ট হয়ে গিয়েছিল। সবকিছুই প্রস্তুত ছিল। তাহলে এক মাস পর আপনি আমার ভিসা বাতিল করছেন! আমি আপনাকে (যুক্তরাজ্য সরকারকে) সমস্ত কাগজপত্র এবং প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েছি। আপনি কেন আমাকে ভিসা দিলেন প্রথমে? তাহলে তো শুরুতেই আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি। আইনগুলো বুঝতে আপনার এক মাস লাগল কী করে?'
কেন সঞ্জয়ের ব্রিটেনের ভিসা প্রত্যাখ্যান করা হল?
সম্প্রতি একটি সূত্র মিড-ডে-কে জানিয়েছে, '১৯৯৩ সালে গ্রেফতার হওয়ার পর থেকে সঞ্জু মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন, তবে একাধিকবার যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করলেও, কিন্তু কখনও পাননি। 'সন অফ সর্দার ২'-এর শুটিংই তাঁর প্রথম ইউকে সফর হতে পারত। কিন্তু সেটিও বাতিল করল সে দেশের সরকার।
১৯৯৩ সালে এপ্রিলে মুম্বই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টাডা আইনে গ্রেফতার হন সঞ্জয় দত্ত। টাডা এবং অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৩ সালের মার্চ মাসে পাঁচ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন নার্গিস ও সুনীল দত্ত পুত্র। পেরোলে মাঝেমধ্যে বাইরে আসতেন অভিনেতা, শেষমেশ ২০১৬ সালে সাজার মেয়াদ পূর্ণ করেন অভিনেতা।
UK সফরে যেতে না পারা নিয়ে সঞ্জয়
অভিনেতা আরও বলেন, ‘এমনিতেও কে যুক্তরাজ্যে যাচ্ছে? সেখানে অনেক দাঙ্গা হচ্ছে। এমনকি ভারত সরকারও একটি বিবৃতি জারি করেছে যে আপনার যুক্তরাজ্য সফর করা উচিত নয়। তাই কোনো কিছু মিস করছি না। তবে হ্যাঁ, তারা ভুল করেছে। এটা সংশোধন করতে হবে। আমি একজন আইন মেনে চলা নাগরিক। আমি আইন মেনে চলি এবং আমি সব দেশের আইনকে সম্মান করি’।
সঞ্জয়ের পরিবর্তে অভিনেতা রবি কিষাণকে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে তার বিশেষ উপস্থিতি থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেছিলেন যে তিনি এ সম্পর্কে জানেন না।
সন অফ সর্দার ২ সম্পর্কে
সন অফ সর্দার (২০১২) এর সিক্যুয়েল এই ছবি। এতে অভিনয় করেছেন অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর। ছবির শুটিং চলছে স্কটল্যান্ডে। সন অফ সর্দার ২-এ অজয় ও সঞ্জয়কে যথাক্রমে বিল্লু এবং জস্সির চরিত্রে দেখা গিয়েছিল। রবি কিষাণ সঞ্জয়ের চরিত্রেই থাকবেন, নাকি অন্য কোনওভাবে সেই চরিত্র ফুটে উঠবে তা এখন স্পষ্ট নয়।