বাংলা নিউজ > বায়োস্কোপ > Elton John: পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন ইংল্যান্ডের বিখ্যাত গায়ক এলটন জন, এখন কেমন আছেন?

Elton John: পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন ইংল্যান্ডের বিখ্যাত গায়ক এলটন জন, এখন কেমন আছেন?

পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন ইংল্যান্ডের বিখ্যাত গায়ক এলটন জন

Elton John Health Update: ইংল্যান্ডের গায়ক এলটন জন নিজেরই বাড়িতে পড়ে গিয়ে একরাত কাটালেন হাসপাতালে। এখন কেমন আছেন তিনি?

ফ্রান্সের নাইসে নিজের বাড়িতে এদিন পড়ে গিয়ে চোট পেলেন ইংল্যান্ডের জনপ্রিয় গায়ক এলটন জন। মোনাকোর একটা হাসপাতালে রাতও কাটাতে হয় তাঁকে। চলে তাঁর চোটের চিকিৎসাও। বিবিসি তাদের একটি রিপোর্টে সম্প্রতি এমনটাই জানিয়েছে।

এলটন জনের বয়স ৭৬ বছর। কিন্তু হলে কী হবে তিনি এই বয়সেও তাঁর দীর্ঘদিন ধরে চলা ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড ট্যুর শেষ করলেন। তারপরই এই বিপত্তি ঘটল। তারপর তাঁকে মোনাকোর কাছে প্রিন্সেস গ্রেস হাসপাতালের অর্থোপেডিক বিভাগে নিয়ে যায় হয়। এমনটাই বিবিসির তরফে জানানো হয়েছে।

২০২১ সালেও রকেট ম্যান গানের গায়ক পড়ে গিয়েছিলেন। তাতে তাঁর কোমরে চোট লাগে এবং অপারেশন করতে হয়। তারপর আবার এই ঘটনা ঘটায় তিনি আর রিস্ক না নিয়ে সোজা হাসপাতালে যান।

আরও পড়ুন: অতীতের মুখোমুখি শিমুল, প্রাক্তন প্রেমিকের দেওয়া চাকরির অফার সে নেবে কি?

আরও পড়ুন: 'মেয়েকে আক্রমণ করা হয়', কেকে এপিসোডের কথা মনে করে কান্নায় ভেঙে পড়লেন রূপঙ্কর

গায়কের ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে 'তিনি হাসপাতালে গিয়েছেন একবার ওভারঅল চেক আপের জন্য। যাতে কোনও বড় বিপদ এড়ানো যায় তাই এই পদক্ষেপ নেন তিনি। পরদিন সকালেই চেক আপের পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। এখন তিনি বাড়িতে সুস্থ অবস্থায় আছেন।'

বর্তমানে এলটন জন ফ্রান্সে গ্রীষ্মের ছুটি উপভোগ করছেন। সঙ্গে তাঁর দুই ছেলেও আছেন। মাত্র এক মাস আগেই তিনি গ্লাসটনবারি উৎসবে পিরামিড স্টেজে পারফর্ম করে। তারপর এমন ঘটনায় প্রাথমিক ভাবে ভয় পেয়ে যান তাঁর ভক্তরা। তবে আশার কথা এই যে তিনি এখন সুস্থ আছেন।

বন্ধ করুন