বাংলা নিউজ > বায়োস্কোপ > Unmesh Ganguly:‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও ‘চ্যালাদের’ পালটা ইউটিউবার

Unmesh Ganguly:‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও ‘চ্যালাদের’ পালটা ইউটিউবার

‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, পোস্ট মুছেও ‘চ্যালাগুলো’কে কী বার্তা বাঁকুড়া মিমসের উন্মেষের?

Unmesh Ganguly: মমতার সঙ্গে কালীঘাটে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। এর মাঝেই নাম না করেই মমতাকে কটাক্ষ ইউটিউবারের। ফুঁসে উঠল দলের ছাত্রনেতা। 

বাংলার প্রখ্যাত ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। তাঁর চ্যানেল ‘বাঁকুড়া মিমস’। আরজি করের ঘটনায় প্রথমদিন থেকেই সরব বাংলার প্রথম সারির সমাজমাধ্য়ম প্রভাবীরা। কিরণ দত্ত, উন্মেষরা সমাজ মাধ্যমে হোক বা পথে নেমে সরাসরি সরকারকে বিঁধতে ছাড়েননি। আরও পড়ুন-‘একদিকে অসুরপালক…’, নীল-সাদা হাওয়াই চটির উপর ‘দেবী’র পা! ছবি পোস্ট বিজেপি-র রুদ্রনীলের

শনিবার জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ ছেড়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর ফেসবুকের দেওয়ালে এই সমাজমাধ্যম প্রভাবী লেখেন, ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’। কারুর নাম উল্লেখ করেননি উন্মেষ, তবে নিন্দকদের ধারণা মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করেই এই পোস্ট। এরপর তৃণমূল সমর্থক তথা তৃণমূলের ছাত্রনেতারা আক্রমণ শুরু করেন উন্মেষকে। কিছু সময় পর উন্মেষ পোস্টটি ডিলিট করে দেন। 

তৃণমূল ছাত্র পরিষদের নেতা সন্দীপন মিত্র এরপর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন উন্মেষ গাঙ্গুলী’। যদিও সন্দীপনের ভুল ভাঙান নেটিজেনরা। লেখেন, ‘সবার শিরদাঁড়া এখনও বিক্রি হয়নি’। সঙ্গে শেয়ার করেন উন্মেষের পোস্টের স্ক্রিনশট। নিজের পুরোনো পোস্টের স্ক্রিনশট আপলোড করেন উন্মেষ লেখেন, ‘চ্যালাগুলোর জন্য আরেকবার’। 

প্রসঙ্গত, এদিন আন্দোলনরত চিকিৎসকদের ধরনা মঞ্চে মমতার উপস্থিতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা ‘মাস্টারস্ট্রোক’ হিসাবেই দেখছে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগে ফের আন্দোলনরত চিকিৎসকদের সামনে হাজির হন মমতা। স্পষ্ট করেন, তিনি কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, তিনিও আন্দোলন থেকেই উঠে এসেছেন।

মমতা জানান, মুখ্যমন্ত্রী নন, আন্দোলনকারীদের ‘দিদি’ হিসেবে তিনি সেখানে হাজির হয়েছে। নিজেকে জুনিয়র ডাক্তারদের ‘সহযোদ্ধা’ হিসেবে অভিহিত করলেন। সেইসঙ্গে দাবি করলেন যে শনিবার রাতভর যখন বৃষ্টি হয়েছে, তখন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কথা ভেবে দু'চোখের পাতা এক করতে পারেননি। বৃষ্টির রাতে জুনিয়র ডাক্তাররা যে কষ্ট পেয়েছেন, সেটা অনুভব করেছেন তিনি নিজেও।

এরপর শনিবার বিকালে দ্রুত ‘স্বচ্ছ’ আলোচনা চেয়ে ‘দিদি’কে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা। দিদিও সেই ডাকে সাড়া দিয়ে সন্ধ্যে ৬টায় চিকিৎসকদের প্রতিনিধি দলকে কালীঘাটের বাড়িতে ডাকেন। সেইমতো বাস চেপে সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছায় ৩০ সদস্যের প্রতিনিধি দল। এই বৈঠকের ফলাফলের দিকেই তাকিয়ে গোটা বাংলা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ডাক্তারদের যেমন ডিগ্রি আছে, আমারও আছে, আমাদেরও মানুষ নমস্কার করে, চতুর্থীতে মদন মহামায়ার পুজোয় থাক প্রকৃতির জন্য ভাবনা, রইল ঘর সাজানোর কিছু অভিনব টিপস ENG W vs SA W- বোলারদের দাপটে দ্বিতীয় ম্যাচে জয়! সেমির রাস্তা প্রশস্ত ইংরেজদের… ‘খুব সুন্দর’, বিয়ের পর প্রথম পুজো! পরম-পিয়ার রোম্যান্টিক ছবিতে মুগ্ধ কুণাল ঘোষ ‘কল, সোফা, এসি... উপমুখ্যমন্ত্রীর বাসভবন থেকে আসবাব চুরি করেছেন তেজস্বী’ রাজ্যে শুরু ২০২৫ সালের বাজেটের প্রস্তুতি, এবারও কি বাড়বে সরকারি কর্মীদের ডিএ? উৎসবের রাজপথে চৌকি বইলেন চিকিৎসকরা, শিরদাঁড়ার জোরের কাছে হার মানল কলকাতা পুলিশ সে জানে আমার জন্য কোনটা ভালো- নিজের সাফ্যলের কৃতিত্ব কাকে দিলেন মায়াঙ্ক? পুজোয় শুধু ঘর নয়, আলোর বন্যায় সেজে উঠুক বাগান-ছাদও,রইল টিপস ঋতাভরীর চোখে তাঁর মা দুর্গা এবং আর দিদি লক্ষ্মী! পুজোর আগে আবেগে ভাসলেন নায়িকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.