বুধবার লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান জানান সিরিজে অশ্লীল বিষয়বস্তু তুলে ধরার জন্য কেন্দ্রীয় সরকার এ বছর ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ভারতে নিষিদ্ধ করেছে।
শিবসেনা-ইউবিটি সদস্য অনিল দেশাইয়ের এক প্রশ্নের উত্তরে এল মুরুগান এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত ভাবে জানান। তাঁর কথায়, ২০২১ সালে আইন করে দেশে পর্নোগ্রাফির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অশ্লীল বা পর্নোগ্রাফি মূলক বিষয়বস্তু প্রদর্শন বা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্দিষ্ট কতগুলি বিধি-নিষেধও আরোপ করা হয়েছিল।
ডিজিটাল মিডিয়ায় সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশক এবং অনলাইন কিউরেটেড কনটেন্ট (ওটিটি প্ল্যাটফর্ম) প্রকাশকদের জন্য কিছু নৈতিকতা বজায় রাখার কথা বলা হয়েছিল ওই আইনে।
আরও পড়ুন: 'মা চলে যাওয়ার পর…' রাজের ছবি 'সন্তান' দেখে আবেগে ভাসলেন সুদীপা!
এল মুরুগান এই প্রসঙ্গে বলেন, 'তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নিয়েছে। এই বিধানগুলির অধীনে অশ্লীল এবং কিছু ক্ষেত্রে অশালীন বিষয়বস্তু প্রকাশের জন্য ১৪ মার্চ, ২০২৪ তারিখে ১৮ টি ওটিটি প্ল্যাটফর্মকে ব্লক করা হয়েছিল।
আরও পড়ুন: ভ্রু কুঁচকে শ্যালক-জামাইবাবুর কথা! সোশ্যাল মিডিয়া কোন ‘থিওরি’ দিচ্ছে
তাছাড়াও এল মুরুগান ডিজিটাল সংবাদ মাধ্যম প্রসঙ্গে জানান যে, ডিজিটাল সংবাদ প্রকাশকদের জন্য নৈতিকতা কোড অনুসারে এই জাতীয় প্রকাশকদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার 'সাংবাদিকতার আচরণের নিয়ম' মেনে চলতে হবে। কেবল টেলিভিশন (নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট, 1995) এর অধীনে প্রোগ্রাম কোড।
আরও পড়ুন: ‘বাইরে ব্যক্তিগত শোক প্রকাশ করা চলবে না’, বড় মেয়ের মৃত্যু নিয়ে অকপট মৌসুমী
এল মুরুগানের কথা অনুসারে, ইউটিউব নিউজ চ্যানেল ‘বোলতা হিন্দুস্তান’ এবং ‘ন্যাশনাল দস্তক’ -সহ ডিজিটাল মিডিয়ায় সংবাদ এবং বর্তমান বিষয়গুলির প্রকাশকরা আইটি রুলস, ২০২১-এর বিধানের আওতাভুক্ত, যার তৃতীয় অংশে তথ্য প্রযুক্তি আইন, ২০০০ (আইটি অ্যাক্ট, 2000)।
আরও পড়ুন: অদ্রিজা, দেবচন্দ্রিমার পর এবার মায়ানগরী মুম্বইতে মধুরিমা! কোন হিন্দি মেগায় দেখা যাবে তাঁকে?
তিনি বলেন, এই বিধিতে কেন্দ্রীয় সরকারকে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা, বিদেশী রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জনশৃঙ্খলার স্বার্থে বা এ জাতীয় কোনও আমলযোগ্য অপরাধ সংঘটনে প্ররোচনা প্রতিরোধের স্বার্থে কোনও সরকারী সংস্থা বা মধ্যস্থতাকারীকে বিষয়বস্তু ব্লক করার নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে।