গত ২৩ জুন আইনি ভাবে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। প্রায় এক সপ্তাহ কাটতে চলল কিন্তু তাঁদের বিয়ে এবং সেই কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আগ্রহ এখনও বিন্দুমাত্র কমেনি তাঁদের অনুরাগী এবং দর্শকদের। এবার প্রকাশ্যে এল তাঁদের রিসেপশনের একটি ভিডিয়ো। সেখানে কোনও তারকা বা সোনাক্ষী, জাহির নন, বরং এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নজর কাড়লেন।
আরও পড়ুন: দর কমিয়েও কল্কি ২৮৯৮ এডির জন্য ৮০ কোটি নিয়েছেন প্রভাস! দীপিকা-অমিতাভ কত করে পেলেন ছবির জন্য?
ভাইরাল সোনাক্ষী এবং জাহিরের রিসেপশনের একটি ভিডিয়ো
সম্প্রতি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ের থুড়ি রিসেপশনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে নতুন বর জাহির তাঁর বন্ধু আয়ুষ শর্মার সঙ্গে নাচ করছেন বাজিগর ছবির বিখ্যাত গান ইয়ে কালি কালি আঁখে-তে। কিন্তু তাঁরা মোটেই এই ভিডিয়োতে নজর কাড়েননি। বরং তাঁদের পিছনে নাচতে থাকা আরেক ব্যক্তি সম্পূর্ণ লাইমলাইট কেড়ে নেন তাঁর নাচ দিয়ে। তিনি তাঁর মতো করেই উদ্ভট স্টাইলে নেচে চলেছেন এই ভিডিয়োতে।
প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সকলের দারুণ মনে ধরেছে এই বিটকেল নাচ। এক ব্যক্তি লেখেন, 'কাকু তো পুরো কাঁপিয়ে দিচ্ছে!' দ্বিতীয় ব্যক্তি লেখেন 'ওহ! কাকু চলবে! ড্যান্স ফ্লোরে পুরো আগুন ধরিয়ে দিলে তো।'
আরও পড়ুন: পরীমনির সঙ্গে সম্পর্কের জের, চাকরি খোয়ানোর মুখে পুলিশকর্তা!
আরও পড়ুন: শ্যুটিং থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভিভান! এখন কেমন আছেন কৃষ্ণকলি খ্যাত অভিনেতা?
জাহির এবং সোনাক্ষীর বিয়ে
গত ২৩ জুন আইনি মতে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এদিন দুই পরিবার এবং নিকট বন্ধুদের উপস্থিতিতে সইসাবুদ সেরে চার হাত এক হয় তাঁদের। বিয়ের রাতেই বলিউডের তারকাদের উপস্থিতিতে জমে ওঠে তাঁদের রিসেপশন। সোনাক্ষী সিনহা যেহেতু হিন্দু এবং জাহির ইকবাল মুসলিম তাই তাঁদের বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কেউ কেউ যেমন তাঁদের কটাক্ষ করেছেন তেমনই কেউ কেউ আবার ট্রোল করেছেন। প্রশ্ন উঠেছে অভিনেত্রী কি বিয়ের পর ধর্ম বদলাবেন? এমনকি তিনি রিসেপশনে সিঁদুর পরায় সেটা নিয়েও চলেছে হাসাহাসি। কিন্তু সেসবকে উপেক্ষা করে তাঁরা তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। এবং বর্তমানে যে ভালো আছেন সেটারও নজির এদিন ছবি পোস্ট করে দেখিয়ে দিলেন। প্রসঙ্গত সোনাক্ষী সিনহা বিয়ের পর তাঁর ধর্ম পরিবর্তন করবেন না বলেই তাঁর শ্বশুর জানিয়েছেন।