বাংলা নিউজ > বায়োস্কোপ > Unseen Pics of Aishwarya Rai Bachchan: নিউ ইয়র্কে বর্ষবরণের মুডে ঐশ্বর্য-অভিষেক, কার সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন তাঁরা

Unseen Pics of Aishwarya Rai Bachchan: নিউ ইয়র্কে বর্ষবরণের মুডে ঐশ্বর্য-অভিষেক, কার সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন তাঁরা

নিউ ইয়র্কে বর্ষবরণের মুডে ঐশ্বর্য-অভিষেক

Unseen Pics of Aishwarya Rai Bachchan: নিউ ইয়র্কে গিয়ে ভক্তের সঙ্গে ছবি তুললেন ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যা। তাঁদের এই সফরের অদেখা ছবিগুলো দেখুন।

নতুন বছর উদযাপন করতে নিউ ইয়র্ক বেড়াতে গিয়েছেন ঐশ্বর্য, অভিষেক এবং তাঁদের মেয়ে আরাধ্যা। সেখানেই তাঁরা বর্ষবরণ করেন। শুধু তাই নয় তাঁরা সেখানে গিয়ে এক ভক্তের সঙ্গে ছবিও তোলেন। আর সেই ছবিগুলিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিগুলিতে ঐশ্বর্য রাই বচ্চনকে একটি কোট, প্যান্ট এবং স্নিকার পরে থাকতে দেখা গিয়েছে। আরাধ্যার পরনে ছিল একটি গোলাপী রঙের পোশাক এবং কালো কোট। অন্যদিকে অভিষেক বচ্চন পরেছিলেন একটি কমলা রঙের হুডি এবং কালো জ্যাকেট এবং প্যান্ট।

ইনস্টাগ্রামে তাঁদের বর্ষবরণের যে ছবিগুলি পোস্ট করা হয়েছে একটি ফ্যান পেজের তরফে সেখানে অভিষেক এবং ঐশ্বর্যকে তাঁদের ভক্তের পাশে তাঁদের ছবি তুলতে দেখা গিয়েছে। তাঁদের সবাইকে হাসিমুখে দেখা গিয়েছে এই ছবিতে। একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে তাঁরা এই ছবি তুলেছেন। এছাড়া অভিনেতাকে একটি রেস্তরাঁর যাচ্ছে দাঁড়িয়েও ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

এই ফ্যান পেজের তরফে তাঁদের ছবিগুলি শেয়ার করা হয়েছে। এবং ক্যাপশনে লেখা হয়েছে 'ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন এবং অভিষেককে নিউ ইয়র্ক সিটিতে দেখা গিয়েছে।' ভক্তরা সকলেই তাঁদের এই ছবি দেখে ভীষণ খুশি হয়েছেন। তাঁরা এই পরিবারকে ভালোবাসা জানিয়েছেন। এক অনুরাগী এই পোস্টে লেখেন, ' খুব সুন্দর, মিষ্টি পরিবার একটি।'

মঙ্গলবার, ৩ জানুয়ারি ঐশ্বর্য, অভিষেক এবং তাঁদের মেয়েকে নিউ ইয়র্ক থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরতে দেখা যায়। এদিন তাঁদের সকালবেলা মুম্বই বিমানবন্দরে দেখা যায়। তাঁদের পরনে সেই একই পোশাক ছিল যা পরে তাঁরা সেই ভক্তের সঙ্গে ছবি তুলেছিলেন। বিমানবন্দর থেকে বেরোনোর সময় অভিনেত্রী পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়েন।

অভিনেত্রীকে সম্প্রতি মণি রত্নমের নতুন ছবি ‘পন্নিয়িন সেলভান ১' ছবিতে দেখা গিয়েছে। দর্শকদের থেকে দারুন সাড়া পেয়েছে এই ছবি, এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা। তাঁকে রানি নন্দিনী এবং মন্দাকিনী দেবীর চরিত্রে দেখা গিয়েছিল। এই ছবিতে ঐশ্বর্য ছাড়াও তৃষা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রাম, প্রমুখ ছিলেন।

তাঁকে আগামীতে ‘পন্নিয়িন সেলভান ২’ ছবিতে দেখা যাবে। এই ছবিটি ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে। মণি রত্নমই এই ছবির চিত্রনাট্য লিখেছেন এলাঙ্গ কুমারাভেলের সঙ্গে। অন্যদিকে অভিনেত্রীকে শীঘ্রই রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ ছবিতেও দেখা যেতে চলেছে। যদিও ছবিটি কবে মুক্তি পাবে সেটা জানা যায়নি।

বন্ধ করুন