ক্রিকেটার বিরাট কোহলির একটি অদেখা ভিডিয়ো শেয়ার করলেন অঙ্গদ বদি। যাতে দেখা যাচ্ছে স্বামীর কাণ্ড দেখে হাসি থামাতেই পারছেন না অনুষ্কা শর্মা। বিরাটকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে এই পোস্টটি করেন তিনি।
অনুষ্কা-বিরাটের অদেখা ভিডিয়ো
নেহা ধুপিয়ার স্বামী অঙ্গ বেদি বিরাট এবং অনুষ্কাকে নিয়ে একটি থ্রোব্যাক ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পার্টিতে ফোটো তোলার সময় অঙ্গদের পাশে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। হঠাৎই তিনি বুঝতে পারেন, তাঁর অনুষ্কার পাশে দাঁড়ানো উচিত। এবার অনুষ্কা-সহ সকলকে হাসির খোরাক দিয়ে দ্রুত স্থান পরিবর্তন করেন। এমনকী, বিরাটকে হাসতে হাসতেই, তিনি কোথায় দাঁড়িয়েছিলেন এবং কোথায় দাঁড়ানো উচিত ছিল, সেটাও নির্দেশ করতে দেখা গেল।
আরও পড়ুন: চলে গেলেন বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ডার কিকি হাকানসন, মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯৫
ভিডিয়োটি ক্যামেরার সামনে উভয় দম্পতির হাসিখুশি একটি মিষ্টি ছবির জন্য পোজ দিয়ে শেষ হয়েছিল। ক্যাপশনে অঙ্গদ লিখেছেন, ‘’শুভ জন্মদিন কিং.. @বিরাট.কোহলি: আমরা মার্চিং সোল্ডার (মুষ্টি উত্থাপিত এবং আঙ্গুলের ক্রস ইমোজি) #viratkohli। ভিডিওটির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে করণ আউজলার 'উইনিং স্পিচ' গানটিও ছিল।
আরও পড়ুন: আরজি কর নিয়ে অনির্বাণের ‘ফাউ ফুচকা’ মন্তব্য! রাণার পালটা কটাক্ষ, ‘মালিকের পকেট থেকে বেরোবে, নাকি…’
বিরাটের জন্য অনুষ্কার পোস্ট
মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে একটি হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেন অনুষ্কা বিরাটের জন্মদিন উপলক্ষে। পোস্টটিতে বিরাটের দুই সন্তান আকায় ও ভামিকাকে কোলে নিয়ে থাকতে দেখা গিয়েছে। অনুষ্কা নিজে যে সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন, তাতে দেখা যাচ্ছে, দুই সন্তানকে ভালোবেসে কোলে নিয়ে রয়েছেন এই ক্রিকেটার। আনুষ্কা ছবিটি সম্পাদনা করে তাদের সন্তানদের মুখে হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়েছেন। ছবির ক্যাপশনে অনুষ্কা হার্ট এবং ইভিল আই ইমোজি যুক্ত করেছেন।
আরও পড়ুন: ২ বছরের জন্মদিন রণবীর-আলিয়ার রাহার! এই নামের একাধিক অর্থ, সবচেয়ে মিষ্টি বাংলায়
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ১১৮ ম্যাচে ভারতের হয়ে ২৯টি সেঞ্চুরি ও ৩১টি অর্ধশতকের সাহায্যে ৪৭.৮৩ গড়ে ৯,০৪০ রান করেছেন বিরাট। টেস্টে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেঞ্চুরির মালিক তিনি।
অনুষ্কার পরবর্তী ছবি
আনুশষ্কাকে আগামীতে স্পোর্টস বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এ দেখা যাবে। এটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত এবং এটি একচেটিয়াভাবে ওটিটিতে প্রদর্শিত হবে। ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও সামনে আনা হয়নি। মা হওয়ার আগেই এই ছবির কাজ হাতে নেন। অনুষ্কার শেষ সিনেমা ছিল ২০১৮ সালের জিরো।