বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed: পুলিশের কাছে বয়ান রেকর্ড, প্রাচীন হিন্দু মহিলাদের ছবি দিয়ে বক্তব্য় রাখলেন উরফি

Uorfi Javed: পুলিশের কাছে বয়ান রেকর্ড, প্রাচীন হিন্দু মহিলাদের ছবি দিয়ে বক্তব্য় রাখলেন উরফি

ফের নতুন ছবি পোস্ট করেছেন উরফি

Uorfi Javed: শনিবার উরফির বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। ভারতীয় জনতা পার্টির নেত্রী চিত্রা ওয়াঘ উরফির বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পর জাভেদ তাঁর জবানবন্দি রেকর্ড করতে আম্বোলি থানায় গিয়েছেন।

‘প্রাচীন হিন্দু নারীরা এভাবেই সাজতেন। হিন্দুরা উদার, শিক্ষিত ছিলেন, মহিলাদের তাঁদের পোশাক বেছে নেওয়ার অনুমতি ছিল, খেলাধুলা, রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তাঁদের লিঙ্গ এবং নারীর শরীরের প্রতি ইতিবাচক মনোভাব ছিল। আগে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানুন’, নেটমাধ্যে এমনই টুইট করেছেন সোশ্যাল মিডিয়া তারকা উরফি জাভেদ।

উরফির বিরুদ্ধে ‘অশ্লীলতা’ ছড়ানো, নগ্নতার প্রচার চালানোর মতো অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রে বিজেপির মহিলা মোর্চার সভাপতি চিত্রা ওয়াঘ। এক ভিডিয়ো বার্তায় উরফির পোশাক পরার ধরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রা। এমনকি, উরফিকে গ্রেফতারির দাবিও জানিয়েছিলেন তিনি। এরপরই ক্ষেপে উঠেছেন উরফিও।

আরও পড়ুন: তুতো ভাই, ভ্রাতৃবধূর সঙ্গে ছবি সুস্মিতার, বিয়েতে হাজির প্রাক্তন প্রেমিক রোমানও

চিত্রার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত শুক্রবার মহারাষ্ট্রের মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন উরফি। কমিশনের চেয়ারপার্সন রুপালি চাকণকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। উরফির দাবি, চিত্রার মন্তব্যে তাঁর উপর হামলায় উস্কানি রয়েছে। এ দিকে, চিত্রা ওয়াঘের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন উরফির আইনজীবী নীতিন সতপুতে। অন্যদিকে, উরফির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন চিত্রা ওয়াঘ।

মহারাষ্ট্রের মহিলা কমিশনের দ্বারস্থ হওয়ার পরই উরফিকে তলব করেছে মুম্বই পুলিশ। পুলিশের কাছে নিয়ের বয়ান রেকর্ড করেছেন উরফি। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পর জাভেদ তাঁর জবানবন্দি রেকর্ড করতে আম্বোলি থানায় গিয়েছেন। বিজেপি নেত্রীকে অবশ্য পালটা খোঁচা দিতে ছাড়েননি উরফিও। চিত্রাকে বিঁধে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে যাচ্ছেন এই চর্চিত সোশ্যাল মিডিয়া তারকা।

পুলিশের কাছে বয়ান রেকর্ড করার পর বাড়ি ফিরে এক টুইটে উরফি লেখেন, ‘একদিকে তারা হিন্দু রাষ্ট্র চায়, অন্যদিকে নারীদের পোশাক নিয়ন্ত্রণে তালেবানি বিধি প্রয়োগ করতে চায়। হিন্দু ধর্ম যা প্রাচীনতম ধর্ম, নারীদের প্রতি অত্যন্ত উদার বলে পরিচিত। তাহলে আপনি কোন সংস্কৃতির কথা বলছেন?'

আরও যোগ করেছেন, 'কোনগুলি 'ভারতীয় সংস্কৃতি'র অংশ নয় আমি আপনাকে বলব, ধর্ষণ, ডান্স বার, রাজনীতিবিদরা প্রকাশ্যে একজন মহিলাকে তাঁর পোশাকের কারণে আঘাত করার হুমকি দিচ্ছেন।' তৃতীয় টুইটে প্রাচীন হিন্দু নারীদের মূর্তির ছবি দিয়ে একটি বার্তা দিয়েছেন উরফি।

উরফি তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরবারই শিরোনামে থাকেন। ওটিটি বিগ বসে অংশগ্রহণের পরই উরফি তুমুল জনপ্রিয়তা পায় দর্শকমহলে। আপাতত উরফি জাভেদ এবং চিত্রা ওয়াঘের যুযুধান তুঙ্গে।

বন্ধ করুন