পোশাকের বাহার হোক বা নানা অদ্ভুত কাণ্ড সবটা নিয়েই আলোচনায় থাকেন উরফি জাভেদ। তিনি এবং বিতর্ক যেন সমার্থক। স্যোশাল মিডিয়ায় তিনি শুধু পোস্ট করার অপেক্ষা, মুহূর্তেই সেগুলি হয় ভাইরাল। কিন্তু এবার পোশাক বা বিতর্ক নয়, সোমবার নিজের প্রোফাইল থেকে তিনি নিজেই তাঁর কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে, তাঁর চোখ-মুখ-ঠোঁট ফুলে লাল। কীভাবে এ দশা হল অভিনেত্রী?
বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি মুখে ফিলার করিয়েছেন, তাই তাঁর মুখ ফোলা লাগছে। সেই গুঞ্জন উরফির কানে যাওয়াতেই এই পোস্ট। তিনি নিজেই তাঁর মুখের এই অবস্থার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন আসল কারণ। অভিনেত্রী লেখেন, 'আমি আমার মুখের অবস্থার বিষয়ে অনেক মন্তব্য শুনতে পাচ্ছি। অনেকেই ভাবছেন আমি মনে হয় মুখে ফিলার করিয়েছি। সেটা মোটেই সত্যি নয়। আমার অ্যালার্জির সমস্যা রয়েছে, আর সেই কারণেই বেশিরভাগ সময় আমার মুখ ফুলে থাকে। দু-একদিন ছাড়া ছাড়াই ঘুম থেকে উঠে দেখি আমার মুখ ফুলে আছে। এজন্যে আমিও চরম অস্বস্তিতে থাকি।"
আরও পড়ুন: 'আমার স্তন স্পর্শ করে…' নিজের উপর ঘটে যাওয়া শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুললেন সানজিদা
উরফি আরও লেখেন, "এটা ফিলার নয়, এটা অ্যালার্জি। এটার জন্য আমার ইমিউনোথেরাপিও চলছে। তবে এরপর যদি আমার মুখ ফোলা দেখেন, তখন বুঝবেন যে সেই সময় আমি অ্যালার্জি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ১৮ বছর বয়স থেকে আমি যে স্বাভাবিক ফিলার আর বোটক্স করিয়ে আসছি সেটা ছাড়া আর কিছুই করতে করি না আমি। তাই এবার আমার মুখ ফোলা দেখলে, দয়া করে আর ফিলার না করার পরামর্শ দেবেন না। এইটুকু সহানুভূতিই দেখালেই যথেষ্ট।"
আরও পড়ুন: সইফ-করিনার বিবাহ বিচ্ছেদ নিয়ে ফাঁস বড় তথ্য! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জোর আলোচনা নেটপাড়ায়
উরফির মুখের এই অবস্থা দেখে তাঁর অনুরাগী ও ঘনিষ্ঠরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, "আমিও এই একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি বুঝতে পারছি আপনি কী বলছেন। আপনি ভালো করে নিজের যত্ন নিন।" অন্য একজন মন্তব্য করেছেন, "কী হয়েছে? আপনার জন্য আমার খারাপ লাগছে.. দয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।" অভিনেত্রী সম্ভাবনা শেঠ লিখেছেন, "উরফির নিজের যত্ন নিন।"