পোশাক, ফ্যাশানের কারণে নিত্যদিনই আলোচনায় থাকেন উরফি জাভেদ। তবে এবার গুরু গম্ভীর কারণে চর্চায় উঠে এলেন উরফি। রবিবার দিল্লির নয়া সংসদভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া দুই মহিলা কুস্তিগির সঙ্গীতা ও ভিনেশ ভোগাটের ‘ফেক ছবি’ ছড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সরব হয়েছেন উরফি।
ঠিক কী লিখেছেন উরফি?
উরফি লেখেন, 'কেন লোকজন ওদের মিথ্যা প্রমাণ করতে এইভাবে ফটো এডিট করে! কাউকে ভুল প্রমাণ করার জন্য এত নিচে নামতে হবে! কীভাবে পুলিশ সংসদভবনের সামনে থেকে মহিলা কুস্তিগিরদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই ভিডিয়োও পোস্ট করেছেন উরফি।
আরও পড়ুন-ইসলামের টানে অভিনয় ছেড়েছেন, জায়রা বলছেন বিয়েবাড়িতে গেলেও তিনি এখন নিকাব পরেই খান!
আরও পড়ুন-আবুধাবিতে জয়া আহসান, বলিউডের বিজয়ের সঙ্গে একান্তে পড়লেন ধরা! ব্যাপার কী?
সঙ্গীতা ফোগাট এবং ভিনেশ ফোগাটের মর্ফড ফটোতে দেখা গেছে যে তাঁরা একটি পুলিশ ভ্যানের ভিতরে বসে হাসছেন। যখন পুলিশ তাঁদের ধরে নিয়ে যাচ্ছিল। যদিও আদপে সেটা নয়, আসল ছবিটি দেখলেই বোঝা যায় তাঁর মুখ গম্ভীর করে সেখানে বসেছিলেন। একই ছবি টুইটারে শেয়ার করেছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। তিনি লেখেনন, ‘আইটি সেলের লোকেরা এই ভুয়ো ছবি ছড়াচ্ছে। আমরা স্পষ্ট করে দিচ্ছি যে এই ভুয়া ছবি যে পোস্ট করবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।’
কিন্তু কুস্তিগীরদের এই প্রতিবাদের কারণ কী?
ভারতীয় রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌনহেনস্তার অভিযোগ এনেছেন কুস্তিগিররা। তাঁর অপসরণ এবং গ্রেফতারের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বেশ কিছুদিন ধরেই কুস্তিগিররা বিক্ষোভ চালাচ্ছিলেন। রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন করছিলেন, সেইসময় মিছিল করে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল কুস্তিগিরদের। রবিবার সেখানেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। সেখানে ছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাত, তার তুতো বোন সঙ্গীতা ফোগাট এবং অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভিনেশ, অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিকদের। তাঁদের আটক করা হয়। পুলিশের ভূমিকায় সরব হন টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও।