বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed: জাভেদ আখতারকে ‘দাদু’ ডাকলেন, আচমকা সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অকপট উরফি

Uorfi Javed: জাভেদ আখতারকে ‘দাদু’ ডাকলেন, আচমকা সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অকপট উরফি

জাভেদ আখতারের সঙ্গে ছবি দিলেন উরফি

Uorfi Javed: রবিবার সকালে মুম্বই বিমানবন্দরে জাভেদ আখতারের সঙ্গে দেখা হয় উরফির। আচমকা সাক্ষাতে জাভেদের সঙ্গে ছবিও তোলেন তিনি। এরপরই নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ছবি শেয়ার করেন প্রাক্তন ওটিটি বিগ বস খ্যাত তারকা।

গত বছর আচমকা রটে গিয়েছিল জাভেদ আখতারের সঙ্গে নাকি পারিবারিক সম্পর্ক রয়েছেন উরফির। সেই ভুল ভাঙতে মুখ খুলেছিলেন জাভেদের স্ত্রী শাবানা আজমি। বিষয়টি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া তারকা উরফি নিজে। সদ্য জাভেদ আখতারকে ‘দাদু’ বলে সম্বোধন করলেন উরফি।

রবিবার সকালে মুম্বই বিমানবন্দরে জাভেদ আখতারের সঙ্গে দেখা হয় উরফির। আচমকা সাক্ষাতে গীতিকার-লেখকের সঙ্গে ছবিও তোলেন তিনি। এরপরই নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ছবি শেয়ার করে প্রাক্তন ওটিটি বিগ বস খ্যাত তারকা লিখেছেন, ‘অবশেষে আমার দাদুর সঙ্গে দেখা হল। উনি একজন কিংবদন্তি। এমন একজন মানুষের সঙ্গে সকাল সকাল দেখা হল। কত মানুষ তাঁর সঙ্গে সেলফি তুললেন, কাউকে ফেরাননি তিনি। ভীষণ ভালো মানুষ, আমি অভিভূত।’

আরও পড়ুন: কালো ব্রালেটে ঝুমা বৌদি, ‘বয়স্ক লাগছে’, মোনালিসাকে দেখে মন্তব্য নেটিজেনের

<p>জাভেদ আখতারের সঙ্গে উরফি</p>

জাভেদ আখতারের সঙ্গে উরফি

বিমানবন্দরের ক্যাফেটেরিয়ায় বলে জাভেদ আখতারের সঙ্গে ছবি দিলেন উরফি। এ দিন ছবিতে এক্কেবারে ভিন্ন রূপে দেখা মেলে প্রাক্তন ওটিটি বিগ বস খ্যাত তারকার। নীল রঙের ওভারকোট পরেছেন। সঙ্গে বাদামি রঙের ফুলপ্যান্ট। অন্য দিকে জাভেদ আখতার ধরা দিয়েছেন সবসময়ের মতো পাঞ্জাবি-পাজামায়। কাঁধে শাল নেওয়া।

নিত্যদিন পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। একাধিক সময় বিতর্কে জড়িয়েছেন। যদিও কোনও বিতর্ক বা ট্রোলকে পাত্তা দেন না তিনি। খানিক মজা করেই জাভেদ আখতারকে ‘দাদু’ ডাকলেন এই মডেল-অভিনেত্রী।

বন্ধ করুন